গতবছর নন্দনে অনুষ্ঠিত হয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ সত্ত্বেও শারীরিক অসুস্থতা থাকার কারণে অনুষ্ঠানে যোগদান করতে পারেননি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। তাই এই বছর শুধু আমন্ত্রণ নয়, 'শাহেনশা'-র থেকে কবিতা শোনার আবদার করলেন মমতা।
গতবছর ডিসেম্বরের মতো এই বছরও ডিসেম্বর মাসে কলকাতায় আয়োজিত হতে চলেছে সিনেমা উৎসব। আর এই উৎসবে যোগদান করার জন্য ‘বাংলার জামাই’ অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর শারীরিক অসুস্থতা থাকার জন্য আসতে পারেননি বিগ বি, তবে এবার তিনি নিশ্চয়ই আসবেন, মুখ্যমন্ত্রীকে এমনটাই কথা দিয়েছেন অমিতাভ।
(আরও পড়ুন: শুধুমাত্র নিরামিষই পাওয়া যাবে একটি শহরে, ভারতের প্রথম কোনও শহর এই সিদ্ধান্ত নিল)
প্রসঙ্গত, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ বাসরে যোগদান করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সপরিবারে অমিতাভ বচ্চনও। সেখানেই দুজনের মধ্যে কথোপকথন হয়। শনিবার দমদম বিমানবন্দরে আম্বানি পরিবারের আতিথেয়তার প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘মুকেশ আম্বানি এবং তার পরিবারের সকলে ভীষণ সম্মান দিয়েছেন। অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। অমিতাভ বচ্চনের সঙ্গেও দেখা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান করার জন্য আমি তাঁকে অনুরোধ করেছি।’
মমতার আমন্ত্রণের জবাবে বিগ বি কী বলেছেন? প্রশ্ন করায় মমতা বলেন, 'অমিত জি বললেন, আমি আর গিয়ে কি করবো? সব ভাষণ তো দিয়ে দিয়েছি। যদিও আমি তাঁকে বলেছি, আপনি কবিতা বলবেন। আমরা সবাই শুনতে চাই। কিন্তু আপনার উপস্থিতি একান্ত কাম্য।'
(আরও পড়ুন: উইকেন্ডে হাসি কিন্তু মাস্ট! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর শনিবার সকাল হোক মজার)
প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হলেও শাহরুখ খানের সঙ্গে দেখা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। অমিতাভের মত শাহরুখও গতবছর উপস্থিত থাকতে পারেননি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। গত বছর মেয়ের ছবি মুক্তির জন্য ভীষণ ব্যস্ত ছিলেন তিনি। এই বছর তিনি উপস্থিত থাকতে পারবেন কিনা, সেটাই এখন দেখার।
উল্লেখ্য, শুধু অমিতাভ বচ্চন নয়, শচীন টেন্ডুলকার, বসুন্ধরা রাজ সহ আরও অনেকের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন মমতা।