মহাকুম্ভে এসে এদিন স্নান করলেন মমতা কুলকার্নি। শুধু তাই নয়। এদিন তিনি গ্রহণ করেন সন্ন্যাস। হয় তাঁর নতুন নাম। কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন নিলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী? নিজেই প্রকাশ্যে আনলেন কারণ।
আরও পড়ুন: দ্বিতীয় শুক্রবার মাত্র ৩৫ লাখের ব্যবসা ইমারজেন্সির! ৮ দিনে মোট কত লক্ষ্মীলাভ হল কঙ্গনার ছবির?
কী ঘটেছে?
এদিন ANI এর তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে মমতা কুলকার্নি পিণ্ডদান করছেন। পিণ্ডদান সেরেই জলে ডুব দিতে দেখা যায় তাঁকে। তারপর জল থেকে উঠে এসে তিনি জানান যে কেন আচমকা তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন।
মমতা কুলকার্নি জানিয়েছেন তিনি সন্ন্যাস নিয়েছেন মহাদেব এবং মহাকালীর নির্দেশেই। এই বিষয়ে বলিউডের প্রাক্তন অভিনেত্রীর মত, 'মহাদেব, মহাকালীর আদেশ ছিল। আমার গুরুর আদেশ ছিল। এই জন্য আজকের দিন উনি বেছেছেন আমি কিছু করিনি।'
প্রসঙ্গত এই বিষয়ে জানা গিয়েছে শুক্রবার, ২৪ জানুয়ারি মহাকুম্ভে আসেন মমতা কুলকার্নি। এদিন এখানে এসে কিন্নর আখড়ায় যান তিনি। গিয়ে দেখা করেন মহামণ্ডলেশ্বর ডাক্তার লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠির সঙ্গে। আশীর্বাদ নেন। সেখানেই তাঁরা আলোচন করেন অভিনেত্রীর মহামণ্ডলেশ্বর হয়ে ওঠা নিয়ে।
আগামী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষে আছে শাহি স্নান। সেই উপলক্ষেই মূলত তিনি মহাকুম্ভে এসেছেন। এই পুণ্য তিথিতে স্নান করবেন তিনি। এখান থেকে সমস্ত আচার অনুষ্ঠান সেরে তিনি যাবেন কাশী বিশ্বনাথ ধাম। সেখান থেকে যাবেন অযোধ্যায়। বর্তমানে তিনি ১০ দিনের আধ্যাত্মিক যাত্রায় আছেন। এই সময় নিজে প্রয়াত বাবা মায়ের জন্য তর্পণ করবেন তিনি এমনটাও জানা গিয়েছে। প্রসঙ্গত ডাক্তার লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি জানিয়েছেন হঠাৎ করেই মমতা সন্ন্যাস গ্রহণ করেছেন যে ব্যাপারটা তেমন নয়। তিনি গত দেড় বছর ধরে যোগাযোগ রাখছেন তাঁদের সঙ্গে। এদিন মমতা কুলকার্নিকে একটি গেরুয়া বসন পরে কাঁধে ঝোলা নিয়েই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে মহাকুম্ভে।
আরও পড়ুন: বছরের শুরুতেই ছক্কা সৃজিতের! তারকাদের ভিড়ে উজ্জ্বল পরমব্রত, কেমন হল সত্যি বলে সত্যি কিছু নেই?
আরও পড়ুন: সৌরভের বায়োপিক নিয়ে নির্মাতাদের আলোচনা ইডেনে! রণবীর-ভিকিকে সরিয়ে নাম ভূমিকায় থাকছেন কে?
প্রসঙ্গত কিছু মাস আগেই দীর্ঘ সময় পর আবার দেশে ফেরেন মমতা কুলকার্নি। তাঁর নাম মাদক মামলায় জড়ানোর পর তিনি দেশ ছেড়েছিলেন।