বাংলা নিউজ > বায়োস্কোপ > Taimur-Kareena: ছেলে তৈমুরের বড়াই মাম্মা করিনার, ‘বয়সের তুলনায় একটু বেশিই বুদ্ধিমান-বুঝদার’

Taimur-Kareena: ছেলে তৈমুরের বড়াই মাম্মা করিনার, ‘বয়সের তুলনায় একটু বেশিই বুদ্ধিমান-বুঝদার’

তৈমুরের প্রশংসায় পঞ্চমুখ করিনা। 

মাত্র পাঁচ বছর বয়স এখন সইফ-করিনার ছেলে তৈমুর আলি খানের। কিন্তু মা-বাবার জন্য এখন থেকেই খ্যাতির শীর্ষে রয়েছে সে। 

পরপরই দুই ছেলে তৈমুর আলি খান আর জাহাঙ্গীর আলি খানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান। তবে নেটপাড়ায় হোক বা পাপারাৎজিদের মধ্যে বেশি জনপ্রিয় বড় ছেলে তৈমুর। সম্প্রতি ছেলেকে নিয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন করিনা। তৈমুরের প্রশংসায় তিনি তো পঞ্চমুখ। নিজের মুখেই বললেন, খুব ‘বুদ্ধিমান’ সে, নিজের বয়সের থেকে অনেক বেশি। 

২০১৬ সালে প্রথম সন্তানের জন্ম দেন করিনা। জন্মের পর থেকেই সইফিনার এই ছেলেক নিয়ে চর্চা। কখনও নাম নিয়ে তো কখনও আবার যেখানে সেখানে তৈমুরকে ছবি শিকারীদের তাড়া করে নিয়ে। ২০২২ সালে পাঁচ বছরে পা রাখে এই খুদে। আরও পড়ুন: মার মৃত্যুতে ছেলে খেল চিকেন, বেনিয়ম মেয়েরও! এল অমিতাভ-রশ্মিকার গুডবাই-এর ট্রেলার

তৈমুর প্রসঙ্গে কথা বলতে গিয়ে করিনা বলেন, ‘ও ওর বাবার সঙ্গে বসে পাইরেটস অফ ক্যারাবিয়ান, স্টার ওয়ার্স দেখে। এগুলো এমন জিনিস যা সইফ ভালোবাসে আর তৈমুর বাবার মতো হতে চায়। ও বাবার খুব কাছের। সব ছেলেগুলো আমার বিরুদ্ধে জোট বাঁধে আজকাল। বয়সের থেকে অনেকটাই এগিয়ে ও। খুব বুঝদার, নিজের বয়সের তুলনায় অনেকটাই বেশি। ওকে যখন কেউ বলে এটা করা ঠিক নয়, ও সেটা বোঝে।’ আরও পড়ুন: আলিয়া থেকে শাবানা-বরুণ, গাড়ি দুর্ঘটনায় একটুর জন্য প্রাণে বেঁচেছে এই বলি-তারকারা

তিনি আরও বলেন, ‘তবে জেহ আর টিমটিম খুব দুষ্টু। ছেলেরা যদিও বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই বদলে যায়। আমি নিশ্চিত ওরাও বদলে যাবে। এই বয়সেই ওর ভালো ছবির দিকে আলাদা নজর তৈরি হয়েছে। উইকেন্ডে ও সিনেমা দেখতে যায়। যদিও ওর স্ক্রিন টাইম সীমিত, আর আমরা কেউ না কেউ ওর উপরে নজর রাখি।’

এর আগে তৈমুরের স্প্যানিশ শেখার বড়াই করেছিলেন করিনা সোশ্যাল মিডিয়ায়। স্প্যানিশ ক্লাসে ৮ লেভেল উত্তীর্ণ করেছে এই খুদে ইতিমধ্যেই। ছেলের সেই সার্টিফিকেট শেয়ার করে নিজেকে 'প্রাউড মাম্মি' ঘোষণা করেছিলেন মাম্মা বেবো। সেই সময় অভিনেত্রী লিখেছিলেন ‘আমার ছেলে স্প্যানিশ শিখছে এবং শিখতে খুব ভালোওবাসে।’

 

বন্ধ করুন