৯০-এর দশকে ঝড় তুলেছিলেন ফিল্ম দুনিয়ায়, এমনকি টপলেস হওয়ার সাহস দেখিয়েছিলেন মমতা কুলকার্নি। বোতাম খোলা জিন্স, শরীরের ওপরের অংশ খোলা। হাত ঢেকেছিলেন স্তনবৃন্ত। ঝড় তুলেছিল সেই ছবি, যেকারণে একদিনের জন্য গ্রেফতারও হন। আবার প্রেমিক ভিকি গোস্বামীর সঙ্গে ২০০০ কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছিল তাঁর। তবে সম্প্রতি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস নিয়ে সকলকে চমকে দিয়েছেন মমতা।
আর তাই গত বৃহস্পতিবার দিনভর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ৯০-এর দশকের এই নায়িকা। সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম হয়েছে শ্রী ইয়ামাই মমতা নন্দগিরি। সন্ন্যাস নেওয়ার সময় মমতার চোখে ছিল জল। যদিও তাঁর কথায় সেই মুহূর্তটা তাঁর কাছে ছিল অলিম্পিক পদক জেতার মতো। তবে আবারও কি কখনও রুপোলি পর্দায় ফিরে আসার সম্ভাবনা আছে মমতা কুলকার্নির?
সন্ন্যাস গ্রহণের পর ইন্ডিয়া টু-ডেকে দেওয়া সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন ৯০-এর দশকের এই জনপ্রিয় অভিনেত্রী।
মমতা বলেন, ‘আমি আবারও সিনেমা করার কথা কল্পনাও করতে পারি না। এটা একেবারেই অসম্ভব। কিন্নার আখড়ার লোকেরা ভগবান শিব ও দেবী পার্বতী অর্ধনারীশ্বরের অবতারকেই তুলে ধরে। আমি ২৩ বছর আধ্যাত্মিক জগতে আছি। এই কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হওয়া আমার কাছে অলিম্পিক পদক জয়ের মতো। একমাত্র দেবী আদিশক্তির আশীর্বাদেই আমাকে এই সম্মান দেওয়া হয়েছে। আমি কিন্নর আখড়ার অংশ হওয়ার কথা ভাবি, কারণ এখানে স্বাধীনতা রয়োছে। কোনও বিধিনিষেধ নেই।’
মমতা কুলকার্নি বলেন, ‘জীবনে সবকিছুরই প্রয়োজন, বিনোদনেরও প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনীয়তার কথা আপনাকে স্বীকার করতেই হবে। কিন্তু আধ্যাত্মিকতা এমন একটি বিষয়, যেটা শুধুমাত্র আপনি সৌভাগ্যের মাধ্যমেই অর্জন করতে পারেন। সিদ্ধার্থ (রাজকুমার সিদ্ধার্থ গৌতম যিনি ভগবান বুদ্ধ হয়েছিলেন) তাঁর জীবনে সবকিছু দেখেছিলেন এবং তারপরে পরিবর্তনের সিদ্ধান্ত নেন।’
আরও পড়ুন-সামনে এল উইনডোজ প্রোডাকশনের পুজোর ছবির নাম, 'রঘুডাকাত'-এর সঙ্গে পাঙ্গা নিতে আসছে কে?
গত শুক্রবার প্রয়াগরাজের সংঘম ঘাটে নিজের পিণ্ডদান করেন মমতা কুলকার্নি। সংবাদসংস্থা ANI-কে প্রাক্তন অভিনেত্রী বলেন, ‘এটা ছিল মহাদেব, মহা কালীর নির্দেশ। এই ছিল আমার গুরুর আদেশ। এই দিনটিকেই বেছে নিয়েছেন তাঁরা। আমি কিছুই করিনি। এর আগে কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ঘোষণা করেন, মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।’
মমকা কুলকার্নির কেরিয়ার
অভিনয় কেরিয়ারে সুপার হিট নায়িকা তিনি। তাঁকে নিয়ে বিতর্কও কিছু কম নেই। ২০১৬ সালে ২০০০ কোটি টাকার মাদক মামলায় জড়িয়ে পড়েন মমতা। তাঁর চর্চিত-স্বামী (যদিও বিয়ে অস্বীকার করেন মমতা কুলকার্নি) ভিকি গোস্বামী ছিলেন আন্তর্জাতিক ড্রাগ লর্ড। ফলত মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল মমতারও। তার পরেই শেষ হয়ে যায় বলিউড কেরিয়ার। তবে সেসবই এখন অতীত। দীর্ঘ ১২ বছর ধরে ব্রহ্মচার্য পালন করছেন মমতা। আর। আর এবার পাকাপাকি ভাবে সন্ন্যাস নিলেন তিনি।