বাংলা নিউজ > বায়োস্কোপ > Mamta Kulkarni: পদত্যাগ ঘোষণার দু'দিন পর ফের কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদে ফিরলেন মমতা কুলকার্নি

Mamta Kulkarni: পদত্যাগ ঘোষণার দু'দিন পর ফের কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদে ফিরলেন মমতা কুলকার্নি

কিন্নর আখড়ায় ফিরলেন মমতা

মমতা কুলকার্নিকে আবার কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর করা হয়েছে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, তাঁর গুরু ডঃ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি।

দু'দিন আগেই কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন মমতা কুলকার্নি। তবে সেই পদেই ফের ফিরলেন মমতা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। জানান, তাঁর গুরু ডঃ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী তাঁর পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছেন। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডঃ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী, যিনি হলেন কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর তিনিও জানিয়ে দেন, মমতা তাঁর পদ থেকে সরছেন না।

নিউজ ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী জানান, মমতা মহামণ্ডলেশ্বর শ্রিয়ামাই মমতানন্দ গিরি উপাধি ধারণ করেই থাকবেন। তবে মমতা যে তাঁকে নিয়ে চলা বিতর্কে বেশ কষ্ট পেয়েছিলেন, সেকথাও স্পষ্ট করেন ক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী। জানান, যে তাঁর (মমতার) পদত্যাগ গ্রহণ করা হবে না। প্রসঙ্গত মহাকুম্ভে পার্থিব জীবন ত্যাগ করে সম্প্রতি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে অভিষিক্ত হন মমতা।

এদিকে এক ভিডিও বার্তায় মমতা কুলকার্নি জানিয়েছেন যে মহামণ্ডলেশ্বর পদে তাঁর নিয়োগ নিয়ে কিন্নর আখড়া এবং অন্যান্য সাধুদের মধ্যে মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করছেন।

আরও পড়ুন-শোয়ের অছিলায় পর্দার বউ সুমনাকে সত্যিই কি বিদ্রুপ করতেন কপিল? মুখ খুললেন বাঙালি সুমনা

কী বললেন মমতা?

মমতা কুলকার্নি বলেন, 'আমি শ্রিয়ামাই মমতা নন্দগিরি। দু'দিন আগে কিছু লোক আমার পাট্টা গুরু লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল। এতে দুঃখ পেয়ে আমি আমার পদ থেকে পদত্যাগ করেছিলাম। তবে তিনি আমার পদত্যাগ প্রত্যাখ্যান করেন। আমি আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকে যে গুরু উপহার দিয়েছিলাম তা ছিল মহামণ্ডলেশ্বর হওয়ার পরে ছাতা, লাঠি এবং চাওরের জন্য। বাকি অর্থ সংস্থার ভাণ্ডারে রাখা হয়েছে। আমাকে এই অবস্থানে ফিরিয়ে আনার জন্য আমি ওঁর কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি কিন্নর আখড়া ও সনাতন ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করব। 

মমতা দাবি করেছিলেন, তাঁকে কিন্নর আখড়ার তরফে মহামণ্ডলেশ্বর পদের জন্য ২ লক্ষ টাকা দিতে বলা হয়েচিল।

প্রসঙ্গত ২৫ আগে অভিনয় থেকে অবসর নেন মমতা কুলকার্নি। ২০১৩ সালে প্রকাশিত হয় তাঁর লেখা বই 'অটোবায়োগ্রাফি অফ আ যোগিনী'। সম্প্রতি তিনি সিনেমার দুনিয়াকে বিদায় জানানোর কারণ ব্যাখ্যা করে বলেন, 'কিছু মানুষের জন্ম হয় দুনিয়ার কর্মের জন্য, আবার কিছু মানুষের জন্ম হয় ঈশ্বরের জন্য। আমি ঈশ্বরের জন্য জন্মেছি। '

বায়োস্কোপ খবর

Latest News

চোরকে জেরা করে চোরাই গরুর হদিশ মিলল নেতার গোয়ালে! বড় অভিযানে পুলিশ, কোথায় ঘটল? চেম্বারেই খুন ‘হাতুড়ে’, এমন প্রতিষ্ঠান থেকে আসল ডাক্তারদের দূরে থাকতে বলল IMA রানের পাহাড় গড়ে RR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে SRH,ম্যাচ হেরে KK-এর হাল কী? কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা PM কার্নির, আর ক'দিন পরই ভোট জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি দোকান খোলার মুহূর্তে ওষুধ ব্যবসায়ীর বুকে গুলি! মাদক-প্রতিবাদের জের? পুলিশ বলছে.. ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো উজ্জ্বল ত্বক চান? এই ৬টি ফল রোজ খান বেশি করে চিংড়ির পদ দিয়ে ভাত মেখে তৃপ্তির মধ্যাহ্নভোজ, তারপরই মৃত্যু কিশোরের! ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন?

IPL 2025 News in Bangla

জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন? অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই MI-কে ঠুকলেন ইশান ‘বাঙালিরাই যদি…’! আইপিএল উদ্বোধনে বাংলায় গান গাইলেন না শ্রেয়া, আক্ষেপ চিরঞ্জিতের আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ IPL-এ নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করল RR, তবু SRH-এর কাছে ৪৪ রানে হার সঞ্জুদের পিচে স্পিন না হলে,রাসেল কীভাবে আউট হলেন?রাহানেকে পালটা জবাব ইডেনের পিচ কিউরেটরের শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ইশানের,জবাব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম্বানিকে? ১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.