স্লট বদলেও শেষ রক্ষা হল না! রাত সাড়ে ন'টার স্লটে ‘অনুরাগের ছোঁয়া’কে হারাতে লাগাতার ব্য়র্থ। অবশেষে এক বছর পূর্ণ করার আগেই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে শিমুল ও তাঁর বন্ধুরা। অনেক আশা জাগিয়ে গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল ‘কার কাছে কই মনের কথা’। এই সিরিয়ালের সঙ্গেই জি বাংলার পর্দায় কামব্যাক করেছিলেন মানালি। অবশেষে বিদায়ঘন্টা বেজে গেল পরাগ-শিমুলদের।
মঙ্গলবারই শেষদিনের শ্যুটিং সেরে ফেলেছে টিম কার কাছে কই মনের কথা। অনেকের কাছেই এই খবরটা বেশ শকিং! শিমুলকে কতটা মিস করবেন মানালি? জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে আমরা যোগাযোগা করেছিলাম অভিনেত্রীর সঙ্গে। জামাইষষ্ঠীর ব্যস্ততার মাঝেই ফোন তুললেন নায়িকা।
মানালি জানালেন, 'খুব সুন্দর, স্মরণীয় একটা সফর। প্রত্যেক প্রোজেক্টে কিছু না কিছু স্পেশ্যাল একটা কিছু থেকে যায়। শিমুল চরিত্রটা আমার কাছে খুব স্পেশ্যাল। কালকে শেষদিনের শ্যুটিংয় খুব মন খারাপ হয়ে গিয়েছিল। এতদিনে সবাই পরিবারের মতো হয়ে গেছে, তাই সকলকে মিস করাটা থাকবে। দর্শক শিমুলকে ভালোবেসেছে এটাই অনেক। সিরিয়ালটা শেষ হলেও আশা করছি দর্শক শুধু শিমুল নয়, কার কাছে কই মনের কথার চরিত্রগুলোকে মনে রাখবে'।
শিমুল কী শেখালো মানালিকে? খানিক ভেবে জবাব, ‘প্রত্যেক কাজের পরিবেশ আসলে অভিনেতাকে কিছু না কিছু শেখায়। আর চরিত্রটা তিলে তিলে প্রতিদিন গড়ে তুলি, লেখকের সহায়তায় নিজের অজান্তেই চরিত্রটাকে আপন করে নিই। আমি পুরো জিনিসটাইকে মিস করব। এক বছরের একটা জার্নি, প্রতিদিন সকালে উঠে শিমুল হয়ে ওঠাটাকেই মিস করব’।
শুরুতে স্বামীর হাতে নির্যাতিতা শিমুলের প্রতি সহমর্মী হয়েছিল দর্শক, কিন্তু গল্প এগোলে আচমকাই পরাগ নিজের ভুল বুঝে ভালো মানুষ হয়ে যায়। তারপর থেকেই সিরিয়ালের টিআরপি অনেকটা কমে যায়। মানালির পাশাপাশি এই সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে স্নেহা চট্টোপাধ্য়ায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, শ্রীতমা মিত্র, রীতা দত্ত চক্রবর্তীর। আপতত কী ছোট পর্দা থেকে দিন কয়েকের বিরতি নেবেন মানালি? অভিনেত্রীর কথায়, ‘কোনও প্ল্যানিং নেই। আমি সময়ের সঙ্গে ভেসে যেতে ভালোবাসি। আর নতুন কিছু করলে তো মিডিয়ার কাছেই আগে খবর যাবে (হাসি)। এখন পুরো মনোযোগ জামাইষষ্ঠীতে’।
দুপুরে জামাই ব্যস্ত, তাই মানালির স্বামীর (পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়) জন্য রাতে ভুরিভোজের আয়োজন করেছেন অভিনেত্রীর বাবা। মেনুতে মাটন আর পোস্তর বড়া থাকছেই, বাকিটা নিজেও জানেন না মানালি। এই মাসেই শেষ হবে কার কাছে কই মনের কথা। এখানেই শেষ নয়, জল্পনা জি বাংলার আরও একটা মেগা সিরিয়াল নাকি অকালেই বন্ধ হচ্ছে।