টেলিভিশনের পর্দায় জমে উঠেছে ‘দুগ্গামণি ও বাঘ মামা’র গল্প। যে সিরিয়ালে কেন্দ্রীয় দুই চরিত্রের মধ্যে রাধিকার- চরিত্রে অভিনয় করছেন খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার আর গায়েত্রীর চরিত্রে দেখা যাচ্ছে মানালি দে-কে। শুধু পর্দাতেই নয়, পর্দার বাইরেও জমে উঠেছে মানালি ও রাধিকার রসায়ন। শ্যুটিংয়ের ফাঁকে প্রায়ই মজা করতে দেখা যায় তাঁদের। দেখা যাচ্ছে, বেশ বন্ধুত্ব হয়েছে তাঁদের।
কখনও ছোট্ট রাধিকাকে মানালির কোলে উঠে শট দিতে যেতে দেখা যায়, কখনও আবার তাকে চিত্রনাট্য মুখস্থ করান মানালি। খুদে তারকার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যায় এমনই নানান মজাদার ভিডিয়ো। সম্প্রতি রাধিকা টেলস-এর ইনস্টাগ্রাম পেজে দেখা গেল ছোট্ট শিল্পীকে চিত্রনাট্য মুখস্থ করাচ্ছেন মানালি দে।
দেখা যাচ্ছে, মানালি একহাতে রাধিকাকে জড়িয়ে ধরে রয়েছেন। অপর হাতে চিত্রনাট্য তুলে নিয়ে তিনি বলেন, ‘পড়েনি তো চল।’ প্রথমে মানালিকে তাঁর নিজের অংশটি পড়ে নিয়ে রাধিকাকে কিউ দিতে দেখা যায়। রাধিকাকেও পড়ে পড়ে নিজের লাইনগুলো মুখস্থ করতে দেখা যায়। এদিন এই পর্দার 'মা-মেয়ে' (খুব সম্ভবত গল্প সে পথেই এগোবে বলে শোনা যাচ্ছে) জুটিকে রং মিলান্তি করে একই পোশাকে দেখা যায়। মানালি পরেছিল জিন্স আর কালো টি শার্ট।
রাধিকা ও মানালির এই জুটিকে ভালোবাসা দেখিয়েছেন বহু নেটিজেন।
প্রসঙ্গত, ‘দুগ্গামণি ও বাঘ মামা’ সিরিয়ালের প্রোমোতে দেখানো হয়েছিল দুগ্গামণি তার বাবা মায়ের থেকে হারিয়ে গিয়েছে। সে অনাথ আশ্রমে থাকে। অন্যদিকে সে দেবী দুর্গার আশীর্বাদে বিশেষ ক্ষমতার অধিকারী। সে সবার মন পড়তে পারে। ধীরে ধীরে সে নিজের এই ক্ষমতাকে আবিষ্কার করে। একবার গায়েত্রী ওরফে মানালিকে দেখে সে বলে ওঠে যে তার সন্তানও হারিয়ে গেছে। সেই প্রোমো দেখেই অনেকের মনে প্রশ্ন জেগেছে তবে দুগ্গামণিই কি গায়েত্রীর সেই হারিয়ে যাওয়া মেয়ে?
এই বিষয়ে সম্প্রতি মানালি দেকে প্রশ্ন করা হয়ে তিনি এক সাক্ষাৎকারে কিছুটা হেয়াঁলি করে জবাব দেন। বলেন, 'সিরিয়ালে আমার ওর যে রসায়ন, সমীকরণ দেখানো হচ্ছে সেটা নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শকদের মধ্যে দারুণ উৎসাহ তৈরি হয়েছে। কারও কারও মতে আমিই দুগ্গামণির সেই হারিয়ে যাওয়া মা, কেউ আবার ভাবছেন অন্য কিছু। আমাদের সম্পর্কটা নিয়ে আসলে ধোঁয়াশা রাখা হয়েছে কিছুটা। পুরোটা জানার জন্য সিরিয়ালটাই দেখতে হবে।'