‘নকশি কাঁথা’ সিরিয়ালে নায়িকা এবং খলনায়িকার ভূমিকায় দর্শক দেখেছে মানালি দে ও স্নেহা চট্টোপাধ্যায়কে। তবে এবার ওলোট-পালোট হচ্ছে সবকিছু। স্টার ছেড়ে এবার জি বাংলার পর্দায় দেখা যাবে ‘ফুলঝুরি’ মানালি মণীশা দে-কে। নতুন ইনিংসের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মানালি।
এই নতুন পথে মানালি ও স্নেহার সঙ্গী হচ্ছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। চার নারীর জীবনকে ঘিরে আবর্তিত হবে সিরিয়ালের কাহিনি। তিনজন লিডিং লেডির নাম প্রকাশ্যে এলেও চতুর্থজনের নাম চূড়ান্ত হয়নি। কিন্তু প্রশ্ন হল, এই মেগায় নায়কের ভূমিকায় কারা থাকছেন? মানালির নায়ক কে হবেন- সেই নিয়ে আলোচনা তুঙ্গে। ‘লালন’ ইন্দ্রাশিসের সঙ্গে মানালির রসায়ন ছিল ‘ধুলোকণা’র সাফল্যের অন্যতম কারণ। শোনা যাচ্ছে এই মেগায় একদম নতুন জুটিকে পাবে দর্শকরা। সূত্রের খবর ‘দ্রোণ’ নামের এক অভিনেতাকে বাছা হয়েছে মানালির নায়ক হিসাবে। ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে। এই সপ্তাহেই হবে প্রোমো শ্যুট।
অন্যদিকে স্নেহা চট্টোপাধ্যায় এই সিরিয়ালে জুটি বাঁধছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ‘অনুরাগের ছোঁয়া’র কবীর এই সিরিয়ালে স্নেহার নায়ক। সম্প্রতি ‘নষ্টনীড়’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে সৌম্যকে। মানালি-স্নেহার রসায়ন সম্পর্কে পরিচিত দর্শক, এই মেগায় দর্শকদের কাছে উপরি পাওনা হতে চলেছে বাসবদত্তার উপস্থিতি। মাতৃত্বকালীন বিরতির পর প্রায় তিন বছর পর ছোট পর্দায় ফিরছেন বাসবদত্তা। জি বাংলার এই মেগায় চতুর্থ নায়িকা হিসাবে উঠে আসছে সৌমিলি বিশ্বাসের নাম। এই মাসেই শুরু হবে শ্যুটিং পর্ব। এখন প্রশ্ন হল কোন স্লটে আসবে এই সিরিয়াল?
১২ই জুন থেকে শুরু হচ্ছে ‘ফুলকি’ আর শেষ হচ্ছে ‘মিঠাই’-এর সফর। তবে মিঠাইয়ের স্লটে নয়, ফুলকি আসবে সন্ধ্যা ৭.৩০টায়। ‘গৌরী এলো’ চলে আসছে বিকাল ৬টার সময়ে। টেলিপাড়ায় জোর গুঞ্জন ‘সোহাগ জল’ নাকি শেষ হবে খুব শীঘ্রই, আর সেই জায়গাই দখল করবে মানালি-স্নেহা-বাসবদত্তার নতুন মেগা। তবে স্লট অদল-বদল হতে পারে। ‘সোহাগ জল’-এর পাশাপাশি চ্যানেলের অপর নতুন দুই মেগা ‘মুকুট’ ও ‘ইচ্ছে পুতুল’-এর কম টিআরপিও ভাবাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষকে। শেষপর্যন্ত কার ঘাড়ে কোপ পড়বে সেটাই দেখবার।