বাংলা নিউজ > বায়োস্কোপ > Serial Update: জি বাংলার আসন্ন মেগায় স্নেহার নায়ক ‘অনুরাগের ছোঁয়া’র কবীর, মানালির বিপরীতে কে?

Serial Update: জি বাংলার আসন্ন মেগায় স্নেহার নায়ক ‘অনুরাগের ছোঁয়া’র কবীর, মানালির বিপরীতে কে?

বদলে যাচ্ছে স্নেহা-মানালির সম্পর্কের সমীকরণ 

Serial Update: ফুলঝুরি ফিরছে জি বাংলায়! টেলিপাড়ায় জোর গুঞ্জন নতুন মুখের সঙ্গে এই সিরিয়ালে জুটি বাঁধবেন মানালি। স্নেহার জোড়িদার সৌম্য। 

‘নকশি কাঁথা’ সিরিয়ালে নায়িকা এবং খলনায়িকার ভূমিকায় দর্শক দেখেছে মানালি দে ও স্নেহা চট্টোপাধ্যায়কে। তবে এবার ওলোট-পালোট হচ্ছে সবকিছু। স্টার ছেড়ে এবার জি বাংলার পর্দায় দেখা যাবে ‘ফুলঝুরি’ মানালি মণীশা দে-কে। নতুন ইনিংসের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মানালি। 

এই নতুন পথে মানালি ও স্নেহার সঙ্গী হচ্ছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। চার নারীর জীবনকে ঘিরে আবর্তিত হবে সিরিয়ালের কাহিনি। তিনজন লিডিং লেডির নাম প্রকাশ্যে এলেও চতুর্থজনের নাম চূড়ান্ত হয়নি। কিন্তু প্রশ্ন হল, এই মেগায় নায়কের ভূমিকায় কারা থাকছেন? মানালির নায়ক কে হবেন- সেই নিয়ে আলোচনা তুঙ্গে। ‘লালন’ ইন্দ্রাশিসের সঙ্গে মানালির রসায়ন ছিল ‘ধুলোকণা’র সাফল্যের অন্যতম কারণ। শোনা যাচ্ছে এই মেগায় একদম নতুন জুটিকে পাবে দর্শকরা। সূত্রের খবর ‘দ্রোণ’ নামের এক অভিনেতাকে বাছা হয়েছে মানালির নায়ক হিসাবে। ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে। এই সপ্তাহেই হবে প্রোমো শ্যুট। 

অন্যদিকে স্নেহা চট্টোপাধ্যায় এই সিরিয়ালে জুটি বাঁধছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ‘অনুরাগের ছোঁয়া’র কবীর এই সিরিয়ালে স্নেহার নায়ক। সম্প্রতি ‘নষ্টনীড়’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে সৌম্যকে। মানালি-স্নেহার রসায়ন সম্পর্কে পরিচিত দর্শক, এই মেগায় দর্শকদের কাছে উপরি পাওনা হতে চলেছে বাসবদত্তার উপস্থিতি। মাতৃত্বকালীন বিরতির পর প্রায় তিন বছর পর ছোট পর্দায় ফিরছেন বাসবদত্তা। জি বাংলার এই মেগায় চতুর্থ নায়িকা হিসাবে উঠে আসছে সৌমিলি বিশ্বাসের নাম। এই মাসেই শুরু হবে শ্যুটিং পর্ব। এখন প্রশ্ন হল কোন স্লটে আসবে এই সিরিয়াল?

১২ই জুন থেকে শুরু হচ্ছে ‘ফুলকি’ আর শেষ হচ্ছে ‘মিঠাই’-এর সফর। তবে মিঠাইয়ের স্লটে নয়, ফুলকি আসবে সন্ধ্যা ৭.৩০টায়। ‘গৌরী এলো’ চলে আসছে বিকাল ৬টার সময়ে। টেলিপাড়ায় জোর গুঞ্জন ‘সোহাগ জল’ নাকি শেষ হবে খুব শীঘ্রই, আর সেই জায়গাই দখল করবে মানালি-স্নেহা-বাসবদত্তার নতুন মেগা। তবে স্লট অদল-বদল হতে পারে। ‘সোহাগ জল’-এর পাশাপাশি চ্যানেলের অপর নতুন দুই মেগা ‘মুকুট’ ও ‘ইচ্ছে পুতুল’-এর কম টিআরপিও ভাবাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষকে। শেষপর্যন্ত কার ঘাড়ে কোপ পড়বে সেটাই দেখবার। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ICCতে জয় শাহ এফেক্ট! পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! ভাবনায় ৩ দেশ… রোহিতের মতোই ‘ইনটেন্ট’ দেখিয়েই লঙ্কাকে দুরমুশ হরমনদেন, চোট নিয়ে দিলেন ভালো খবর ডাক্তাররা বললেন 'বৈঠক নিষ্ফলা', কিছু পরেই 'দাবি মেনে নেওয়ার' বার্তা মুখ্যসচিবের ষষ্ঠীর রাতে স্বাস্থ্য ভবনের বৈঠকে কী এমন হল যে ক্ষোভে ফুঁসছেন জুনিয়র ডাক্তাররা? ‘ভারতের সবচেয়ে মূল্যবান মানুষ’ রতন টাটা প্রয়াত! শোকবার্তা সলমন-অনুষ্কাদের ‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশকে হারিয়ে স্বস্তিতে সূর্য… বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম! বিরাট-স্মিথদের পিছনে ফেলে অনন্য নজির জো রুটের ধনু-মকর-কুম্ভ-মীনের মহাসপ্তমী কেমন কাটবে? জানুন রাশিফল বৃহস্পতিতে ১০ জেলায় সতর্কতা জারি, কলকাতায় কখন বৃষ্টি নামবে? পরে আরও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.