বক্স অফিসে 'খাদান'-এর দাপট, পিছিয়ে নেই ‘সন্তান’ও। তবে তার মাঝেও মন্দ ব্যবসা করছে না '৫ নম্বর স্বপ্নময় লেন'। মাঝে মাঝেই ছবির প্রোডাকশন হাউজের পক্ষ থেকে হলে কেমন টিকিট বুকিং হচ্ছে সেই ছবি ভাগ করে নেওয়া হচ্ছে। ছবি দেখার পর দর্শকদের কী প্রতিক্রিয়া, তাও নির্মাতারা সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে জানাচ্ছেন। তবে এখানেই শেষ নয়, দর্শকদের কেমন লাগছে ছবি? তা জানতে হলে হলে পৌঁছে যাচ্ছেন পরিচালক মানসী সিনহা স্বয়ং। আর বড়দিনে এই হল ভিজিটের ফাঁকেই মানসী করে বসলেন এক কাণ্ড। রাস্তার ধারে বসে খেলেন বিরিয়ানী। সেই ভিডিয়োও শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
ভিডিয়োয় দেখা যায় ধাগা প্রোডাশনের টিম বেরিয়েছে হল ভিজিটে। মাঝে তাঁরা লাঞ্চ ব্রেকে খাচ্ছেন বিরিয়ানি তাও একেবারে রাস্তার ধারে বসে। প্রিয়া সিনেমা হলের সামনেই বহু বছর ধরে বিরিয়ানি বিক্রি আসছেন সমর বাবু এবং তাঁর স্ত্রী। দুপুর নামলেই একটা ছাতা খাটিয়ে রাস্তার ধারেই তাঁদের বিরিয়ানি বিক্রি করতে দেখা যায়। রোড সাইড হলেও স্বাদে একটু পিছিয়ে নেই এই বিরিয়ানি। বলে বলে গোল দিতে পারে শহরের বহু রেস্তোরাঁকে। স্যোশাল মিডিয়ার দৌলতে ও স্বাদের যাদুতে এই বিরিয়ানি যে বেশ বিখ্যাত তা বলাই যায়। আর এবার সেই বিরিয়ানিরই স্বাদ নিলেন মানসী সিনহা। ধাগা প্রোডাকশনের পেজ থেকেই তাঁর এই বিরিয়ানি খাওয়ার ভিডিয়ো পোস্ট করা হয়।
আরও পড়ুন: ‘আমাকে খারাপ লাগাতে গেলেও ট্যালেন্টেড হতে হবে…’, জন্মদিনে শুভশ্রীর স্বামী রাজকে খোঁচা দেবের?
ভিডিয়োয় শুরুতেই দেখা যায় সমর দার সেই বিখ্যাত বিরিয়ানির দোকান। প্রতিদিনের মতোই কর্মব্যস্ত সমর দা। তারপরই ক্যামেরায় ধাগা প্রোডাকশনের অন্যতম প্রধান মুখ শুভঙ্কর মিত্রকে বিরিয়ানি খেতে দেখা যায়। তিনি বলেন, ‘প্রিয়ায় এসেছি প্রিয়ায়। হল ভিজিট সেরে বিরিয়ানি খাচ্ছি।’ আর তারপরই পাশ থেকে ভেসে আসে অভিনেতা-পরিচালক মানসী সিনহার অতি পরিচিত কন্ঠস্বর, তাঁর দিকে ঘুরে যায় ক্যামেরা। তিনি বলেন, ‘স্টার (হাতিবাগানের স্টার থিয়েটার) সেরে, প্রিয়াতে হল ভিজিট করে, খিদে পেয়ে গিয়েছে। দাদা-বৌদির এই বিরিয়ানি মাস্ট, খেতেই হবে।’ তারপর তিনি আবার খাওয়ায় মন দেন। একে একে ছবির অন্যান্য কলাকুশলীদের দিকেও ঘোরে ক্যামেরা।
প্রসঙ্গত, পুরনো বাড়ি, স্মৃতি আর শৈশব ফিরে পাওয়া নিয়ে এই ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'। চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অপরাজিতা আঢ্য, অন্বেষা হাজরা, খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, পায়েল মুখোপাধ্যায়, চন্দন সেনকে দেখা গিয়েছে।