টাইম ট্রাভেল করে সময় নিজেই যেন অনেকটা পিছিয়ে গিয়েছে। পাড়ার মাঠে সিনেমার হিরো-হিরোইন এলে বা যাত্রার আসর বসলে যেমন রিক্সায় বসে মাইকে হাতে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করত পল্টু-বিল্টুরা, একেবারে সেই কায়দায় এবার ছবির প্রচার করলেন মানসী সিনহা।
বক্স অফিসে দেবের 'খাদান'-এর দাপট, পিছিয়ে নেই রাজের ‘সন্তান’ও। তবে তার মাঝেও মন্দ ব্যবসা করছে না মানসী সিনহা পরিচালিত ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'। তবে হলে ছবি চললেও এখনও প্রচার থামানি নির্মাতারা। কত টিকিট বুকিং হচ্ছে বা দর্শকদের কী রকম প্রতিক্রিয়া, সেই সবই প্রযোজনা সংস্থা সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে নিচ্ছে। তবে এবার একেবারে অন্য ভাবে ছবির প্রচার সারলেন পরিচালক মানসী সিনহা। নির্মাতাদের পক্ষ থেকে সমাজমাধ্যমের পাতায় শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন: 'আদৌও মুক্তি পাবে তো আমাদের ছবি?' ইমার্জেন্সি রিলিজের আগে ফের কেন একথা বললেন কঙ্গনা?
স্টার মল আইনক্স মধ্যমগ্রামে আসছে ‘৫ নং স্বপ্নময় লেন’। তাই মানসী নিজে টোটো করে সেখানে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার সারেন। ভিডিয়োয় দেখা যায় একটা টোটোতে মাইক হাতে বসে রয়েছেন পরিচালক-অভিনেত্রী মানসী সিনহা, তাঁর পাশেই বসে ডাগা প্রোডাকশনের অন্যতম প্রধান মুখ শুভঙ্কর মিত্র। মানসী মাইককে জানাচ্ছেন যে, তাঁদের ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’ স্টার মল আইনক্স মধ্যমগ্রামে আসছে, সকলে যেন তা দেখতে যান। তবে কেবল একা মানসী নন, তাঁর সঙ্গে শুভঙ্করকেও মাইক নিয়ে প্রচার করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: আল্লু অর্জুন, হৃতিকদের দেখা যাবে 'স্কুইড গেম'-এ? ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল
তবে এখানেই শেষ নয়। টোটোয় অপ্রত্যাশিত ভাবে মানসীকে দেখে স্থানীয়রাও যথেষ্ট অবাক হয়ে যান। সেখানকার এক বাসিন্দা মানসীকে এসে জড়িয়ে ধরেন। তারপর বলেন, 'ভাবাও যায়নি।' ওই স্থানীয় মহিলার কাণ্ড দেখে মানসীও বেশ আনন্দ পান। পাশাপাশি তিনি তাঁকে ‘৫ নং স্বপ্নময় লেন’ দেখতে যাওয়ার অনুরোধও করেন। প্রযোজনা সংস্থার পেজ থেকে এই অভিনব প্রচারের ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘আমরা এভাবেই প্রচার করি…স্টার মল আইনক্স মধ্যমগ্রাম এ চলে এসেছে আমাদের ভালোবাসার ছবি ৫ নং স্বপ্নময় লেন।’
প্রসঙ্গত, পুরনো বাড়ি, স্মৃতি আর শৈশব ফিরে পাওয়া নিয়ে এই ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অপরাজিতা আঢ্য, অন্বেষা হাজরা, খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, পায়েল মুখোপাধ্যায়, চন্দন সেনকে দেখা গিয়েছে।