'এটা আমাদের গল্প' ছবির হাত ধরে প্রথম পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী মানসী সিনহা। প্রথম পরিচালনাতেই তিনি সকলকে তাক লাগিয়ে দেন। বক্স অফিসে বেশ ভালো ফল করে 'এটা আমাদের গল্প'। সম্প্রতি তিনি তাঁর পরবর্তী ছবি '৫ নং স্বপ্নময় লেন'-এর ঘোষণাও করেছেন। আর তারপরই সোমবার তিনি একটি অডিশনের ডাক দেন। অভিনেত্রীর শেয়ার করা পোস্টে দেখা গিয়েছে সেখানে ৫ থেকে ৭০ বছরের যেকোনও অভিনেতা বা অভিনেত্রী এই অডিশন দিতে যেতে পারবেন। এটি পোস্ট করে মানসী ক্যাপশনে লেখেন, 'ইচ্ছে হলে চলে আসুন!' কিন্তু তারপর থেকেই তাঁর কাছে আসতে শুরু করে নানা প্রশ্ন।
পাশাপাশি, মানসী সিনহার ওই পোস্টেই প্রযোজনা সংস্থার সঙ্গে অডিশনের তিক্ত অভিজ্ঞতার কথা জানান দুই অভিনেত্রী। আর তা দেখে মানসী করেন পাল্টা পোস্ট। সেখানে অভিনেত্রী তথা পরিচালক নিজের অবস্থান স্পষ্ট করে দেন। মানসী লেখেন, 'আমি ধাগা প্রোডাকশনের অডিশন জনিত পোস্টটি করার পর অনেক রকম প্রশ্ন আসছে ব্যক্তিগত ভাবে। সেই সমস্ত প্রশ্নের উত্তর তো ব্যক্তিগত ভাবে দেওয়া সম্ভব নয় তাই এই পোস্টটি করছি। প্রথমত, এই অডিশনের সঙ্গে কোনও রকম টাকা পয়সার সম্পর্ক নেই। কোনও টাকা দিতে হবে না। যাঁরা এই জাতীয় প্রশ্ন করছেন এটা তাঁদের জন্য উত্তর।'
আরও পড়ুন: ‘পশ্চাৎদেশে ক্যামেরা ফোকাস করে ভিডিয়ো… লেখা বলুন তো কে’! খচে লাল বিপাশা বসু
অভিশন দিয়ে কাজ পাননি এমন অভিযোগ তোলার জবাবে মানসী লেখেন, 'কেউ কেউ অভিযোগ করছেন এর আগেও এই ব্যানারে অডিশন নেয়া হয়েছিল। কিন্তু কোনও কাজের সুযোগ দেওয়া হয়নি। তাঁদের অবগতির জন্য জানাই, যে ছবির জন্য অডিশনটি নেওয়া হয়েছিল, সেই ছবিটি এই ব্যানারে হয়নি সেই জন্য অডিশন নেওয়া সত্বেও তাঁদেরকে ধাগা প্রোডাকশন কাজ দিতে পারেনি। আমার যে ছবিটি ধাগা প্রোডাকশনের ব্যানারে হল অর্থাৎ 'এটা আমাদের গল্প', সেটি যখন শুরু হয় তখন ধাগা প্রোডাকশন এর সঙ্গে যুক্ত ছিল না, তাই কাস্টিংয়ের ব্যাপারে ধাগা প্রোডাকশনের কোনও রকম হস্তক্ষেপ সম্ভব ছিল না।'
আরও পড়ুন: গীতা নয়, আমি নিজেকে মৃণাল সেনের সঙ্গে বেশি রিলেট করতে পারি: মনামী ঘোষ
শেষে পরিচালক এও পষ্ট করে দেন যে এই অডিশনটি তাঁর নতুন ছবির জন্য নয়। এই প্রসঙ্গে তিনি লেখেন, 'এই অডিশনটি আমার দ্বিতীয় ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'-এর জন্য নয়। আমরা হেলদি একটি ব্যাংকিং করতে চাইছি। যাঁরা সত্যিই ভালো অভিনয় করেন, শুধু যোগাযোগের অভাবে সুযোগ পান না, তাঁদের সুযোগ দিতে চাই। যাঁদের মনে হবে অন্যান্য অডিশনের মতো এটি ও একটি ভাওতা হতে পারে, তাঁরা আসবেন না। কোনও রকম জোরাজুরি তো নেই। যাঁদের বিশ্বাস করার ইচ্ছে আছে, তাঁরাই আসুন। ভালো থাকবেন। নমস্কার।'