বাংলা নিউজ > বায়োস্কোপ > Manasi Sinha on Mohor-Durnibar: 'জুড়ি অটুট থাক' দুর্নিবার-মোহরকে শুভেচ্ছা মানসীর, নাম না করে ঠুকলেন মীনাক্ষীকে?

Manasi Sinha on Mohor-Durnibar: 'জুড়ি অটুট থাক' দুর্নিবার-মোহরকে শুভেচ্ছা মানসীর, নাম না করে ঠুকলেন মীনাক্ষীকে?

মোহরকে শুভেচ্ছা মানসীর, নাম না করে ঠুকলেন মীনাক্ষীকে?

Manasi Sinha on Mohor-Durnibar: বিয়ের ৪ দিন পর মোহর-দুর্নিবারকে নিয়ে বিশেষ পোস্ট মানসীর। তাঁদের শুভেচ্ছা জানাতে গিয়ে কি তিনি নাম না করেই মীনাক্ষীকে কটাক্ষ করলেন ‘ভুল’ বলে?

টলিউডের অন্যতম হট টপিক এখন মোহর, দুর্নিবারের বিয়ে। কম বেশি সবার মুখেই এখন তাঁদের বিয়ে নিয়েই আলোচনা শোনা যাচ্ছে। আর হবে নাই বা কেন? অনেকেই যে ‘ভিলেন’ দুর্নিবারের এই কাজ মোটেই ভালো চোখে দেখেননি। অন্যদিকে গল্পের ‘ভ্যাম্প’ মোহর তো আছেই। নেটিজেনদের মধ্যে তিনিই নাকি দুর্নিবার, মীনাক্ষীর সুখের সংসার ভেঙেছেন। গত বছর তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের নিয়ে চলছে নানা বিদ্রুপ, আসছে নেতিবাচক মন্তব্যের বাণ।

গত ৯ মার্চ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সারেগামাপা খ্যাত গায়ক দুর্নিবার সাহা। তাঁদের বিয়েতে টলিউডের একটি বড় অংশ নিমন্ত্রিত ছিলেন। অতিথিরা সকলেই তাঁদের বিয়ে গিয়ে বা না গিয়ে তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের ছবি। আর সেখানেই চলেছে নানা কুরুচিকর মন্তব্য, সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া। নবদম্পতিকে সইতে হয়েছে অনেক বিদ্রুপ, অনেক খোঁটা। এবার সেই ট্রোলারদের যোগ্য জবাব দিয়ে তাঁদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী মানসী সিনহা।

মানসী আজ ফেসবুকে দুর্নিবার আর মোহরের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'মোহর, দুর্নিবার, সঞ্জীব বাবুর একটি লেখায় পড়েছিলাম, সম্ভবত পেয়ালা পিরিচ। ঠিক ঠিক জুড়ির পিরিচ না হলে পেয়ালা মানায় না। ভুল পেয়ালা আর ভুল পিরিচে চা সার্ভ করাও খারাপ। খাওয়া তো ভীষণই খারাপ। তাই সময় থাকতে জুড়িটা মিলিয়ে নিতে হয়। সবাইকেই।'

এরপর তিনি তাঁর পোস্টে আরও লেখেন, 'তোরা পেরেছিস। বাকি জীবন এই জুটি অটুট থাক। অনেক আশীর্বাদ। এই কথাগুলো কেন লিখলাম? কারণ দরকার ছিল। ভালো থাক।'

তাঁর এই পোস্টের পরেই অনেকে সন্দিহান হয়েছেন, তবে কি প্রকারান্তরে তিনি মীনাক্ষীকে উদ্দেশ্য করে নাম না নিয়েই এই কথাগুলো লিখলেন? তাঁকেই 'ভুল বলে আখ্যা দিলেন? স্পষ্ট না হলেও অনেকেই সেই ইঙ্গিত পাচ্ছেন।

বন্ধ করুন
Live Score