বাংলা নিউজ > বায়োস্কোপ > ছবি নয়, ইদ পালনে বাংলায় এলেন মন্দাকিনী, এক ঝলক দেখতে উপচে পড়ল ভিড়

ছবি নয়, ইদ পালনে বাংলায় এলেন মন্দাকিনী, এক ঝলক দেখতে উপচে পড়ল ভিড়

ইদ পালনে বাংলায় এলেন মন্দাকিনী

Mandakini: বলিউডের মন্দাকিনী এবার বাংলায়! না, কোনও সিনেমার জন্য নয়, ইদের শোভাযাত্রায়। বর্ধমান শহরে হুডখোলা গাড়িতে করে গোটা শহর ঘোরেন তিনি।

বর্ধমান শহরের ইদের শোভাযাত্রা নজর কাড়ল সবার। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে সে কী হইহই রইরই কাণ্ড! আর হবে নাই বা কেন এদিন এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন মন্দাকিনী। হ্যাঁ, বলিউডের সেই মারকাটারি সুন্দরী নায়িকা, তিনি এখন বাংলাতে এসেছেন। তবে কোনও ছবির জন্য নয়। ইদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।

অভিনেত্রী এদিন বর্ধমান শহরের সমস্ত বাসিন্দাদের ইদের শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, রাম তেরি গঙ্গা মেইলি ছবির এই নায়িকা এদিন গোটা শহর পরিক্রমা করেন।

বর্ধমান শহরে যদি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়, রং বেরংয়ের আলোয় সেজে ওঠে গোটা এলাকা। তবে যাই হোক, এদিন যে সবার নজর একজনের উপরেই ছিল সেটা বলাই বাহুল্য।

এদিন তিনি হুডখোলা গাড়িতে চেপে শহর ঘোরেন। হাত জোড় করে নমস্কার জানান তিনি সবাইকে। তাঁকে এক ঝলক দেখার জন্য এদিন কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়ে ছিলেন রাস্তায়।

বর্ধমানের গোলাহাট এলাকা থেকে ভাত ছালার সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন রাস্তা হয়ে কার্জন গেট পর্যন্ত চলে এই শোভাযাত্রা। এই গোটা পথ জুড়ে মানুষের ভিড় ছিল নজরে পড়ার মতো।

অভিনেত্রীকে গত ২৫ বছর সেভাবে সেলুলয়েডের পর্দায় দেখা যায়নি। কিন্তু তাও তাঁর অভিনয় থেকে সৌন্দর্য আজও সবার মনের মণিকোঠায় অমলিন। আর সেই কারণেই তো তাঁকে একবার দেখার জন্য এদিন এত মানুষ ভিড় করেছিলেন।

এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন প্রদীপ রহমান। তিনি হলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর। তিনি জানান খুশির ইদ পালন করার জন্য নানা কমিটি নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। নানা সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন এই শহর সম্প্রীতির। এখানে যেমন ধুমধাম করে দুর্গাপুজো পালিত হয় তেমনই ইদ।

বন্ধ করুন