ভারতে এখনও পর্যন্ত সহকামী বিবাহ আইন স্বীকৃত নয়। কিন্তু ভালোবাসা কবেই বা আর এত নিয়ম মেনেছে? কবেই বা আইনের তোয়াক্কা করেছে? তাই দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আবারও ‘বিয়ে’ করেছেন মন্দিরা বৈশাখী। নদীয়ার এই লেসবিয়ান যুগলের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা দেখার মতো। নিজেদের জীবনের সব আপডেট তাঁরা এখানে দিয়ে থাকেন। এদিন তেমন ভাবেই বিয়ের পর যে তাঁরা হানিমুনে চললেন সেটাও জানাতে ভুললেন না।
আরও পড়ুন: 'টাকার বিনিময়ে গোপনে কার্ড ইস্যু' করে ডিরেস্টরস গিল্ড! রাহুল বিতর্কের মাঝেই দাবি সহকারী পরিচালক সুদীপ্তর
মন্দিরা বৈশাখীর হানিমুন
এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন মন্দিরা এবং বৈশাখী। তাঁদের ফেসবুক পেজ থেকেই এই সমস্ত ছবি পোস্ট করেন তাঁরা। সেখানে অল হোয়াইট লুকে দেখা গেল এই লেসবিয়ান যুগলকে। যদিও খালি দুজন মিলে মধুচন্দ্রিমায় যাচ্ছেন না তাঁরা। সঙ্গে তাঁদের ছেলেও আছে। এদিন তাঁদের বেড়াতে যাওয়ার এই ছবিগুলো পোস্ট করে তাঁরা লেখেন, 'হানিমুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।'
প্রসঙ্গত ২২ জুলাই তাঁরা দ্বিতীয়বারের জন্য সমস্ত নিয়ম অর্থাৎ আইবুড়ো ভাত, গায়ে হলুদ ইত্যাদি মেনে, হিন্দু শাস্ত্র অনুযায়ী সাতপাকে ঘুরে ‘বিয়ে’ করেন। এর আগে ২০২২ সালে তাঁরা প্রথম বিয়ে করেছিলেন। কিন্তু তখনও মন্দিরা তাঁর আগের স্বামীর থেকে ডিভোর্স পাননি। আসলে তিনি এর আগে বিবাহিত ছিলেন। কিন্তু সেই বিয়েতে খুশি ছিলেন না। তখন সেই ঘর ভেঙে বেরিয়ে এসে তিনি বৈশাখীর হাত ধরেন। বর্তমানে তাঁরা সুখে সংসার করছেন। বৈশাখীর বাড়ির লোকজনও মন্দিরাকে মেনে নিয়েছেন।তাঁদের কিশোর ছেলে তাঁদের সঙ্গেই থাকে।
আরও পড়ুন: ফেডারেশন - পরিচালকদের সংঘাত চরমে, এরই মাঝে নতুন ধারাবাহিকের শ্যুটিং করলেন অনিন্দ্য! কাজ করলেন সুজিতও
আরও পড়ুন: 'তোকে কতটা ভালোবাসি সেটা...' কাছে নেই ছেলে, অগস্ত্যর জন্মদিনে মনখারাপি পোস্ট হার্দিকের
প্রসঙ্গত এই লেসবিয়ান যুগলের সোশ্যাল মিডিয়ায় বহু ফলোয়ার। ফেসবুকেই কেবল এই ফলোয়ারের সংখ্যা আড়াই লক্ষ। ইউটিউবেও সংখ্যাটা কম নয়। তাঁরা তাঁদের রোজকার জীবনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। তাতে লক্ষ লক্ষ লাইক কমেন্টসও আসে। প্রসঙ্গত, ভারতে এখনও সমকামী বিবাহ আইন স্বীকৃত নয়।