বাংলা নিউজ > বায়োস্কোপ > স্বামীর রাজের মৃত্যুর পর দীর্ঘ সময় লাগছে স্বাভাবিক জীবনে ফিরে আসতে, অকপট মন্দিরা

স্বামীর রাজের মৃত্যুর পর দীর্ঘ সময় লাগছে স্বাভাবিক জীবনে ফিরে আসতে, অকপট মন্দিরা

মন্দিরা বেদী

রাজের মৃত্যুর দু'মাস পর কাজে ফেরেন মন্দিরা বেদী। রাজের শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টায় তিনি।

স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর একটা দীর্ঘ সময় তাঁর লাগছে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। বৃহস্পতিবার এবিষয় মুখ খুললেন অভিনেত্রী তথা সঞ্চালিকা মন্দিরা বেদী। ইনস্টাগ্রামে নিজের এবং হাতের ফিটনেস ব্যান্ডের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে নো-মেকআপ লুকে ধরা দিয়েছেন মন্দিরা। গোলাপি সাদা লেগিংসের সঙ্গে কালো স্পোর্টস ব্রা পরে দেখা যায় তাঁকে। 

তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে অনেকটা সময় লাগবে। মানসিক, আবেগ এবং শারীরিকভাবে। কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং যতটা ইতিবাচকতা অর্জন করতে পারি সেই লক্ষ্য নিয়ে’। তিনি আরও লেখেন, ‘এবং এই সবের মধ্যে আমি এখনও #কৃতজ্ঞতা বোধ করি.. কারণ সর্বদা, সর্বদা কৃতজ্ঞ হওয়ার মতো কিছু আছে। আপনাদের সকলের দিন সুন্দর হোক #nirbhaunirvair’।

অভিনেত্রীর পোস্টে ভালবাসা জানিয়েছেন অনেকেই। গত ৩০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিচালক রাজ কৌশল। স্বামীকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে দিন কয়েক আ ছবি পোস্ট করেন মন্দিরা। এখনও রাজের স্মৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি মন্দিরার। রাজের মৃত্যুর দু'মাস পর কাজে ফেরেন তিনি।

 

 

বন্ধ করুন