ফের বিনোদন জগতে করোনার থাবা। কোভিডে আক্রান্ত হলেন পরিচালক মণিরত্নম। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
বর্তমানে কেমন আছেন পরিচালক, সেই ব্যাপারে কিছু জানা যায়নি। হাসপাতাল এবং চিকিত্সকরা এখনও মণিরত্নমের মেডিকেল বুলেটিন প্রকাশ করেনি। পরিচালকের স্বাস্থ্য় সম্পর্কে পরিবারের তরফেও কোনও আপডেট নেই। সূত্রের খবর, পরিচালকের বাবা-মায়ের বয়স ৯০-এর উপরে। তাঁদের কথা চিন্তা করে নিজেকে আইসোলেট রাখতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
৮ জুলাই মণিরত্নম পরিচালিত আগামী ছবি 'পোন্নিয়ান সেলভান' ছবির টিজার লঞ্চ ছিল। সেখানে হাজির ছিলেন পরিচালকও। ছবির পোস্ট প্রোডাকশনে ব্যস্ত এবং এরই মধ্যে তার করোনা পজিটিভের খবর সামনে এসেছে।
মণিরত্নমের স্বপ্নের প্রকল্প 'পোন্নিয়ান সেলভান'। আগামী ৩০ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাবে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য রায় বচ্চন, চয়ন বিক্রম, ত্রিশা, কার্তি, জয়ম রবি, প্রকাশ রাজ এবং শোভিতা ধুলিপালা। চোল সাম্রাজ্য অবলম্বনে এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই পিরিয়ড ড্রামা।
উল্লেখ্য, দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একাধিক রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী।