বাংলা নিউজ > বায়োস্কোপ > Mani Ratnam-Shah Rukh Khan: ‘তখনই জিজ্ঞেস করব যখন…’, শাহরুখের সঙ্গে কবে কাজ করবেন? মুখ খুললেন মণি রত্নম

Mani Ratnam-Shah Rukh Khan: ‘তখনই জিজ্ঞেস করব যখন…’, শাহরুখের সঙ্গে কবে কাজ করবেন? মুখ খুললেন মণি রত্নম

১৯৯৮ সালের ‘দিল সে’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ এবং মণিরত্নম।

Mani Ratnam on Shah Rukh Khan: ১৯৯৮ সালের ‘দিল সে’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ এবং মণিরত্নম। শাহরুখ খানের জন্য একটি ধারণা দরকার, একসঙ্গে একটি সিনেমায় কাজ জন্য তার কাছে যাওয়ার আগে সঠিক স্ক্রিপ্টের প্রয়োজন বলেছেন মণিরত্নম। 

মাঝেমধ্যেই শাহরুখ খানের সঙ্গে দেখা হয় পরিচালক মণি রত্নমের। তবে বলিউড বাদশার সঙ্গে কাজ করার জন্য সঠির স্ক্রিপ্টের দরকার বলে মনে করেন পরিচালক। এর আগে ‘দিল সে’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন মণীষা কৈরালা এবং প্রীতি জিন্টা।

শাহরুখের সঙ্গে পুনঃরায় কাজ করার বিষয় জানতে চাইলে মণি রত্নম পিঙ্কভিলাকে বলেন, ‘শাহরুখকে জিজ্ঞেস করা উচিত। ওর জন্য আমার একটি স্ক্রিপ্ট প্রস্তুত রাখতে হবে, তখনই আমি ওর কাছে যেতে পারব। একটি স্ক্রিপ্টের একটি ফাংশন অন্তত। আমরা শুধু একটি অনুষ্ঠানে একে অপরের সঙ্গে দেখা করেছি এতটুকুই। মানে একটা স্ক্রিপ্ট মাথায় আসার থেকে এইটা শুরু। কোনটা সঠিক হবে তা একবার ধারণা হয়ে গেলে, আমি গিয়ে ওকে জিজ্ঞেস করব।’ আরও পড়ুন: ‘আমি ভালো নাগরিক’, কার থেকে পুরস্কার পেয়ে বললেন সইফ

দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন। মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’-এ কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নীল নয়না সুন্দরী। আগামী ৩০ অক্টোবর সিনেমাহলে মুক্তি পাবে সেই ছবি। বিগ বাজেটের এই ছবিতে ঐশ্বর্য ছাড়াও অভিনয় করেছেন বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন এবং মোহন বাবু। ছবিতে দ্বৈত চরিত্রে রয়েছেন ঐশ্বর্য। আরও পড়ুন: বিদেশের মাটিতে প্রিয়াঙ্কার ‘সোনা’টা দেখতে কেমন? ঘুরিয়ে দেখালেন অন্দরমহল

তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিয়ান সেলভান’ অবলম্বনে তৈরি এই ছবি। ছবির প্রেক্ষাপট দশম শতাব্দীর চোল সাম্রাজ্যের সূচনাকাল। ক্ষমতা দখলের লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের সম্পর্কে ফাটল ধরে-সেই গল্পই এখানে উঠে আসবে। হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি। আপাতত আসন্ন সিনেমার প্রচারে ব্যস্ত মণি রত্নম।

বন্ধ করুন