বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘মানিকে মাগে হিথে’ গেয়ে উঠলেন হিরো আলম! বেদম মস্করা রুদ্রনীলের, রইল ভিডিও

‘মানিকে মাগে হিথে’ গেয়ে উঠলেন হিরো আলম! বেদম মস্করা রুদ্রনীলের, রইল ভিডিও

হিরো আলমকে নিয়ে রুদ্রনীলের রসিকতা দেখে হাসির রোল নেটপাড়ায়। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

এইমুহূর্তে নেটমাধ্যমে অন্যতম ভাইরাল হওয়া ভিডিওর ‘মানিকে মাগে হিথে’ গানটি।এবার বাংলাদেশের হিরো আলমও গেয়ে উঠলেন এই গান।আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় বেদম মস্করা জুড়েছেন রুদ্রনীল ঘোষ।

এইমুহূর্তে নেটমাধ্যমে খুললেই শুধু চোখেই পড়বে না, সঙ্গে শোনাও যাবে ভাইরাল হওয়া ‘মানিকে মাগে হিথে’ গানটি। শ্রীলঙ্কার শিল্পী ইওহানি ডি’সিলভার কণ্ঠে এই গান শোনা গিয়েছে। অসংখ্য শিল্পী এই গানটি কভার করেছেন। পাশাপাশি নেটিজেনরাও বুঁদ হয়েছেন গানের এই মনমাতানো সুরে। এবার বাংলাদেশের হিরো আলমও গেয়ে উঠলেন ‘মানিকে মাগে হিথে'। নাকি বলা ভালো ইওহানির থেকে এই গানটি শিখে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে গাওয়ার চেষ্টা করলেন আলম? আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় মস্করা জুড়েছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের সেই রসিকতা আবার ভারি মনে ধরেছে নেটিজেনদের। অভিনেতা-রাজনীতিবিদের এই 'কীর্তি' দেখে হেসে কুটিপাটি নেটপাড়া। কী শুনে চমকে গেলেন তো? পুরো ব্যাপারটা জানতে চোখ রাখতে হবে অভিনেতা রুদ্রনীল ঘোষের করা একটি ইনস্টাগ্রাম পোস্টে।

সম্প্রতি, একটি ভিডিও পোস্ট করেছেন রুদ্রনীল। সেখানেই দেখা যাচ্ছে কিবোর্ড বাজিয়ে ‘মানিকে মাগে হিথে’ গানটি গাইছেন ইওহানি। আর তা দেখে, শুনে গানটি তোলার চেষ্টা করছেন হিরো আলম। রীতিমতো স্টুডিওতে এই গানটি রেকর্ড করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। কিন্তু দারুণ চেষ্টা করেও ইওহানির গাওয়া এই গানের সুর, তাল, লয়, ছন্দ কিছুতেই কব্জা করতে পারছেন না বাংলাদেশের এই শিল্পী। এমনকি উচ্চারণেও পিছলে পড়ছেন বারবার। একটি করে লাইন গাইছেন ইওহানি। সেই শুনে গাইছেন আলমও। কিন্তু বাংলাদেশের ওই শিল্পীর সেই গান শুনে হাসি চেপে রাখতে পারছেন না শ্রীলঙ্কার শিল্পী। শেষপর্যন্ত 'ছাত্র'-এর কাণ্ড দেখে হেসেই ফেলেন 'শিক্ষিকা'। শেষপর্যন্ত মনের দুঃখে 'তেল গেল ফুরাইয়া, বাতি গেল নিভিয়া' গান ধরলেন হিরো আলম। শেষপর্যন্ত দেখা যায়, হিরো আলমের এই কাণ্ড দেখে গানের স্কুলই বন্ধ হয়ে যায়। আর এই নিয়েই বেদম মস্করা জুড়েছেন রুদ্র।

আদতে এসবে কিছুই হয়নি। অর্থাৎ ইওহানি মোটেই হিরো আলমকে গান শেখাতে আসেননি। এই সিংহলি ও বাংলাদেশের দুই শিল্পীর আলাদা গান গাওয়ার ভিডিওর কোলাজ করে নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে আপলোড করেছেন রুদ্রনীল। সঙ্গে ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘মানিকে মাগে হিথে সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র।’ তবে এই ভিডিওটা কী রুদ্রনীলই বানিয়েছেন? সেকথা অবশ্য জানা যায়নি।

বায়োস্কোপ খবর

Latest News

মমতার পুজো উদ্বোধনের মধ্যেই আমরণ অনশন ৬ জুনিয়র ডাক্তারের, তবে নেই RG করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে? গণতন্ত্রে বিশ্বাসী রূপা চান তৃণমূলের 'ভালো নেতা'দের ভোট দিয়ে জেতাক মানুষ আগামিকাল কেমন কাটবে? রবিবারে ভাগ্যের সাহায্য পাবেন? জানুন ৬ অক্টোবরের রাশিফল অ্যামেলিয়াও জানত ও আউট…এখনও রান আউট নিয়ে হাহুতাশ করে যাচ্ছে ভারত দুরন্ত বেথ মুনি, অস্ট্রেলিয়ার সহজ জয়! সেমির দৌড় থেকে ছিটকে যেতে পারে শ্রীলঙ্কা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.