বাংলা নিউজ > বায়োস্কোপ > শ্রীলঙ্কান ভাষায় গাইলেন হিরো আলম! কণ্ঠে শোনা গেল ‘মানিকে মাগে হিঠে’

বগুড়ার হিরো আলমের গান নিয়ে চর্চার শেষ নেই। নেটমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা আকাশ ছোঁয়া। একের পর এক বিদেশি ভাষায় গান গেয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। ফের একবার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই সোশ্যাল মিডিয়া স্টার।

সম্প্রতি ‘মানিকে মাগে হিঠে’ সিংহলী ভাষার এই গান সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে। দুই বাংলায় এই গান ভাইরাল হয়েছে। শ্রীলঙ্কান তরুণী ইউটিউবার ইয়োহানি ডি সিলভা এই গানটি গেয়েছেন; গানটি প্রথমে গেয়েছিলেন শ্রীলঙ্কার র‌্যাপার সথিশন রথনায়কা; পরে ইয়োহানির সঙ্গে কাভার করেছেন তিনি। গানের শিরোনাম ‘মানিকে মাগে হিঠে’র বাংলা তর্জমা করলে হয় ‘তুমি আমার হৃদয়ের মণি’।

এবার ভাইরাল হওয়া সেই গানটি গেয়েছেন হিরো আলম। শনিবার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তিনি। হিরো আলমের গলার এই গান ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। দেখুন সেই গান-

উল্লেখ্য, আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। নিজের বানানো মিউজিক ভিডিয়োর জন্য আলোচনায় এসেছেন তিনি। কাজ করেছেন সিনেমাতেও। ওপার বাংলার এই সোশ্যাল মিডিয়া স্টারের ভারতেও অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। গানটির অধিকাংশ কথা বোঝা না গেলেও গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন হিরো আলম।

হিরো আলমের ‘মানিকে মাগে হিঠে’ সম্পর্কে আপনাদের কী মতামত? 

 

 

বন্ধ করুন