ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে বরাবরই বসে চাঁদের হাট। এবারেও হাজির হয়েছিলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, শাহিদ কাপুর, মীরা রাজপুত, বরুণ ধাওয়ান এবং তাঁর স্ত্রী নাতাশা দালাল। করণ জোহর, শ্রদ্ধা কাপুর, বেদাঙ্গ রায়না, খুশি কাপুর, তৃপ্তি দিমরি, তামান্না ভাটিয়া এবং অর্জুন কাপুরকেও পার্টিতে অংশ নিতে দেখা গিয়েছে।
এই অনুষ্ঠানে, রেখাকে দেখা গেল কমলা, হলুদ এবং সোনালি কম্বিনেশনের শাড়ি পরে আসতে। বরাবরের মতো এবারেও চোখ ফেরানো দায় ছিল ষাটোর্দ্ধ অভিনেত্রীর থেকে। সিদ্ধার্থ পার্টির জন্য একটি মেরুন কুর্তা এবং সাদা পায়জামা বেছে নিয়েছিলেন। কিয়ারা আডবাণীকে দেখা গেল সোনালি পোশাকে। শাহিদ কাপুর ও মীরা রাজপুতের পরনে ছিল সাদা-রুপালি কম্বিনেশনের পারম্পরিক পোশাক।
আরও পড়ুন: ‘এসেছে দিদির চটি চাটতে, যে বেশি দাম দেবে…’! মমতা নিয়ে পোস্ট, রূপাঞ্জনাকে কটাক্ষ করলেন নাকি শ্রীলেখা
এদিনের পার্টিতে উপস্থিত ছিলেন বরুণ, শ্রদ্ধা, বেদাং-খুশিও। বরুণ ধাওয়ান এসেছিলেন স্ত্রী নাতাশা দালালকে সঙ্গে নিয়ে। ডেভিড পুত্র পরেছিলেন ধূসর, কালো এবং রূপালী কম্বিনেশনের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। নাতাশা পরে এসেছিলেন বেইজ রঙের শাড়ি। করণের পরনে ছিল লাল শেরওয়ানি ও ম্যাচিং ট্রাউজার। শ্রদ্ধা কাপুরকে রুপোলি শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে দুর্দান্ত দেখাচ্ছিল।
আরও পড়ুন: সিরিয়ালে গায়ে হাত তুলছে বর! বাস্তবেও অসুস্থ অরুণিমা, তাহলে কি আর দেখা যাবে না কাজল নদীর জলে-তে?
লাভবার্ডস বেদাং রায়না এবং খুশি কাপুর ম্যাচিং কালো পোশাকে আসেন পার্টিতে। তিনি একটি স্যুট পরেছিলেন এবং তিনি শাড়ি পরেছিলেন। তৃপ্তি দিমরি একটি সাদা শাড়ি পরেছিলেন এবং তামান্না ভাটিয়া একটি লাল পোশাক বেছে নিয়েছিলেন। কালো কুর্তা ও পাজামায় দেখা গিয়েছিল অর্জুন কাপুরকে। তবে সঙ্গে আসেননি মালাইকা আরোরা।
এবার এক ঝলকে দেখে নিন বলি তারকাদের সাজ-পোশাক মণীশ মলহোত্রার দিওয়ালি পার্টির জন্য।
বোন শাহিন ভাটকে নিয়ে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। নিজের মেহেন্দি লেহেঙ্গা পরেই এদিন এলেন রণবীর-পত্নী। এর আগে বিয়ের শাড়ি পরে আলিয়া গিয়েছিলেন জাতীয় পুরস্কার নিতে। প্রসঙ্গত, মনীশ মালহোত্রাই ডিজাইন করেছিলেন এই লেহেঙ্গাটির। কাশ্মীরি এবং চিকনকারি থ্রেডের মাধ্যমে খোদাই করা। জানা গিয়েছিল, ৩০০০ ঘণ্টা লেগেছিল হাতে এই সুক্ষ্ম সূচিকর্ম ফুটিয়ে তুলতে। ফুশিয়া গোলাপী লেহেঙ্গাটিতে এবং আসল সোনা এবং রুপো ব্যবহার করা হয়েছিল।