‘মন’, ‘দিল সে’, ‘বম্বে’, ইত্যাদি ছবিগুলির সেই দারুন সুন্দরী নায়িকা যখন ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন, চুল উঠে গিয়ে একদম অন্যরকম দেখতে হয়ে গিয়েছিলেন তখন অনেক ভক্তের মন ভেঙে গিয়েছিল। কিন্তু হলে কী হবে, শত প্রতিকূলতার মাঝেও তিনি হার মানেননি। ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে লড়াই করে। এবার সেই লড়াইয়ের কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন।
ক্যানসার জয়ী মনীষা কৈরালা তাঁর নিজের চিকিৎসার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। এই ছবিগুলিতে দেখা যায় চিকিৎসা চলাকালীন তাঁর কী অবস্থা হয়েছিল। একই সঙ্গে তিনি সেই সমস্ত ব্যক্তিদের শ্রদ্ধা জানান যাঁরা এই চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন। লড়াই চালাচ্ছেন।
তিনি এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'যাঁরা ক্যানসারের চিকিৎসার এই কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁদের জন্য অফুরান শুভেচ্ছা এবং শ্রদ্ধা রইল। আমি জানি এই সফরটা ভীষণই কঠিন। খুবই কঠিন লড়াই। কিন্তু এও জানি আপনারা তার থেকে অনেক বেশি শক্তিশালী। যাঁরা এখনও লড়াই চালাচ্ছেন তাঁদের জন্য আমার শ্রদ্ধা রইল এবং যাঁরা সেই যুদ্ধ জয় করেছেন তাঁদের জন্য অনেক শুভ কামনা রইল।'
একই সঙ্গে অভিনেত্রী তাঁর এই পোস্টের মাধ্যমে পজিটিভ ভাইব ছড়িয়ে দিতে চেয়েছেন সকলের মধ্যে। তিনি লেখেন, 'আমাদের আরও অনেক বেশি করে সচেতনতা ছড়াতে হবে। একই সঙ্গে অনেক পজিটিভ ভাইব রয়েছে এমন গল্প বলতে হবে। যত ভালো কথা শুনব তত ভালো থাকার লড়াই চলবে। তাই আসুন নিজেদের প্রতি আরও অনেক বেশি সদয় হই, একই সঙ্গে এই পৃথিবীর প্রতিও। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ।
মনীষা তাঁর এই পোস্টে যে ছবিটি শেয়ার করেছেন সেখানে তাঁকে একটি হসপিটালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। তিনি তাঁর পরিবারের সঙ্গে ছবি দিয়েছেন।
২০১২ সালে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। দীর্ঘ লড়াই চালানোর পর ২০১৫ সালে ক্যানসারের কবল মুক্ত হন তিনি। আমেরিকায় টানা ছয়মাস থেকে তিনি তাঁর চিকিৎসা করান। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন যে এই রোগ হওয়ার পর এবং চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পর তিনি একজন নতুন মানুষের পরিণত হয়েছেন।