বাংলা নিউজ > বায়োস্কোপ > Manisha Koirala on her treatment: 'সফরটা ভীষণ কঠিন', ক্যানসারের বিরুদ্ধে লড়াই নিয়ে কী বললেন ক্যানসার জয়ী মনীষা

Manisha Koirala on her treatment: 'সফরটা ভীষণ কঠিন', ক্যানসারের বিরুদ্ধে লড়াই নিয়ে কী বললেন ক্যানসার জয়ী মনীষা

ক্যানসারের বিরুদ্ধে লড়াই নিয়ে কী বললেন ক্যানসার জয়ী মনীষা

Manisha Koirala on her treatment: ক্যানসারের সঙ্গে তাঁর লড়াই কেমন ছিল, নিজেকে সুস্থ রাখতে কী করা উচিত সেই সমস্ত বিষয় জানিয়ে নিজের চিকিৎসার ছবি শেয়ার করলেন মনীষা কৈরালা। কী জানালেন অভিনেত্রী?

‘মন’, ‘দিল সে’, ‘বম্বে’, ইত্যাদি ছবিগুলির সেই দারুন সুন্দরী নায়িকা যখন ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন, চুল উঠে গিয়ে একদম অন্যরকম দেখতে হয়ে গিয়েছিলেন তখন অনেক ভক্তের মন ভেঙে গিয়েছিল। কিন্তু হলে কী হবে, শত প্রতিকূলতার মাঝেও তিনি হার মানেননি। ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে লড়াই করে। এবার সেই লড়াইয়ের কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন।

ক্যানসার জয়ী মনীষা কৈরালা তাঁর নিজের চিকিৎসার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। এই ছবিগুলিতে দেখা যায় চিকিৎসা চলাকালীন তাঁর কী অবস্থা হয়েছিল। একই সঙ্গে তিনি সেই সমস্ত ব্যক্তিদের শ্রদ্ধা জানান যাঁরা এই চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন। লড়াই চালাচ্ছেন।

তিনি এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'যাঁরা ক্যানসারের চিকিৎসার এই কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁদের জন্য অফুরান শুভেচ্ছা এবং শ্রদ্ধা রইল। আমি জানি এই সফরটা ভীষণই কঠিন। খুবই কঠিন লড়াই। কিন্তু এও জানি আপনারা তার থেকে অনেক বেশি শক্তিশালী। যাঁরা এখনও লড়াই চালাচ্ছেন তাঁদের জন্য আমার শ্রদ্ধা রইল এবং যাঁরা সেই যুদ্ধ জয় করেছেন তাঁদের জন্য অনেক শুভ কামনা রইল।'

একই সঙ্গে অভিনেত্রী তাঁর এই পোস্টের মাধ্যমে পজিটিভ ভাইব ছড়িয়ে দিতে চেয়েছেন সকলের মধ্যে। তিনি লেখেন, 'আমাদের আরও অনেক বেশি করে সচেতনতা ছড়াতে হবে। একই সঙ্গে অনেক পজিটিভ ভাইব রয়েছে এমন গল্প বলতে হবে। যত ভালো কথা শুনব তত ভালো থাকার লড়াই চলবে। তাই আসুন নিজেদের প্রতি আরও অনেক বেশি সদয় হই, একই সঙ্গে এই পৃথিবীর প্রতিও। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ।

মনীষা তাঁর এই পোস্টে যে ছবিটি শেয়ার করেছেন সেখানে তাঁকে একটি হসপিটালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। তিনি তাঁর পরিবারের সঙ্গে ছবি দিয়েছেন।

২০১২ সালে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। দীর্ঘ লড়াই চালানোর পর ২০১৫ সালে ক্যানসারের কবল মুক্ত হন তিনি। আমেরিকায় টানা ছয়মাস থেকে তিনি তাঁর চিকিৎসা করান। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন যে এই রোগ হওয়ার পর এবং চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পর তিনি একজন নতুন মানুষের পরিণত হয়েছেন।

বায়োস্কোপ খবর

Latest News

মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি… ১,০০০ টাকা না দিলে টয়লেট করা যাবে না! বেঙ্গালুরু মলের 'VIP' টয়লেট পলিসি ‘ওঁর স্ত্রী সন্তানসম্ভবা,মায়ের ক্যান্সার..’, কলতানের মুক্তির দাবিতে সরব পারোমিতা ‘ঘৃণায় ভরপুর! ভারতকে অপমান করছে,’ নাম না করে ফের রাহুলকে একহাত নিলেন মোদী মনে করালেন মোদী ৩.০ সরকারের..জন্মদিনে ধন্যবাদ-বার্তায় কী লিখলেন PM?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.