লুক টেস্ট সাড়া হয়ে গিয়েছিল। পাশও করে গিয়েছিলেন। কথা ছিল অর্কপ্রভর মতোই তিনিও আবার স্টার জলসার পর্দায় নতুন মেগা নিয়ে ফিরবেন। কিন্তু হল না। রাঙামাটি তীরন্দাজ থেকে সরে দাঁড়ালেন অভিকা মালাকার। কিন্তু কেন?
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের মাঝেই মদ্যপ অবস্থায় যুবতীকে হেনস্থা পুলিশের? প্রতিবাদে ফের গর্জে উঠলেন স্বস্তিকা
আরও পড়ুন: 'প্রশাসনের গালে চটি'! জুনিয়র ডাক্তারদের ধর্নায় 'অরাজনৈতিক' দেবলীনার স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
কেন রাঙামাটি তীরন্দাজ থেকে সরে দাঁড়ালেন অভিকা?
লুক টেস্টের পরেও রাঙামাটি তীরন্দাজ থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়ে অভিকা আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়ে বলেছেন, 'নতুন ধারাবাহিকটি গ্রাম বাংলার একজন তীরন্দাজকে নিয়ে। সেই চরিত্রের চলন বলন সব আলাদা। আগের ধারাবাহিকে আমি শহরের মেয়ে, চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছিলাম। এই নতুন চরিত্রটি করতে হলে আমায় অনেক বাড়তি প্রতিশিক্ষণ নিতে হতো। সেই জন্যই পিছিয়ে গিয়েছি।'
প্রসঙ্গত অভিকা মালাকার এবং অর্কপ্রভকে দর্শকরা তোমাদের রাণী ধারাবাহিকে দেখেছেন। এই দুই নবাগতর প্রথম মেগাই দারুণ হিট হয়। দর্শকদের যারপরনাই মনে ধরে তাঁদের জুটি। সদ্যই শেষ হয়েছে এই মেগার পথচলা। এর মধ্যেই আবার নিজেকে প্রস্তুত করে অন্য চরিত্রে ধরা দেওয়ার বদলে নিজেকে একটু সময় দিতে চান অভিকা। এছাড়া তিনি এখন পড়াশোনাও করছেন। সেটাও শেষ করতে চান মন দিয়ে।
তবে অভিকা এখনই নতুন ধারাবাহিক নিয়ে না ফিরলেও অর্কপ্রভ কিন্তু শীঘ্রই আবার স্টার জলসার পর্দাতেই নিয়মিত আসতে চলেছেন। তাঁকে দুই শালিক মেগায় দেখা যাবে দেবার চরিত্রে। তাঁর বিপরীতে থাকবেন রামকৃষ্ণ খ্যাত নন্দিনী দত্ত। এখানে যমজ বোনের গল্প দেখা যাবে।
আরও পড়ুন: গণেশ পুজোর রাগালাপ! দর্শকাশনে বসে সস্ত্রীক শঙ্কর - শিবমণি - পূর্বায়নদের পারফরমেন্স উপভোগ করছেন সচিন
আরও পড়ুন: মেয়ের জন্মের পরই ঠিকানা বদল! বান্দ্রায় নতুন ফ্ল্যাট কিনলেন দীপিকা - রণবীর, কত খরচ পড়ল?
রাঙামাটি তীরন্দাজ প্রসঙ্গে
রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে এক গ্রাম্য মেয়ের জাতীয় স্তরের তীরন্দাজ হয়ে ওঠার গল্প দেখা যাবে। মুখ্য ভূমিকায় থাকবেন নবাগত মনীষা মন্ডল। তাঁর বিপরীতে রামকৃষ্ণ ধারাবাহিকের নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে দেখা যাবে। থাকবেন চান্দ্রেয়ী ভট্টাচার্যও। তবে স্টার জলসার এই দুই নতুন মেগা কবে থেকে শুরু হবে বা কখন দেখা যাবে এখনই জানা যায়নি।