না ফেরার দেশে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ৯২ বছরেই নিভল তাঁর জীবন প্রদীপ। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর নিউ দিল্লির AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভুগছিলেন বয়সজনিত নানা ধরনের রোগে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক বলিউড তারকা। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে কপিল শর্মা, কমল হাসান, দিলজিৎ দোসাঁঝরা কে কী লিখলেন?
আরও পড়ুন: তুঙ্গে খাদান বনাম সন্তানের চর্চা, তার মাঝেই দেব বললেন, 'আমার কাছে SVF মানেই...'
মনমোহন সিংয়ের প্রয়াণে কে কী লিখলেন?
এদিন কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা তাঁর এক্স হ্যান্ডেলে মনমোহন সিংয়ের প্রয়াণের পর শোকপ্রকাশ করেন। লেখেন, 'ভারত আজ তার অন্যতম সেরা নেতাকে হারাল। ডক্টর মনমোহন সিং ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার ছিলেন। একই সঙ্গে বিনয়, মানবিকতার প্রতীক ছিলেন। উন্নতির লিগাসি এবং আশা রেখে গেলেন। ওঁর বুদ্ধি, ডেডিকেশন, দর্শন আমাদের দেশকে বদলে দিয়েছে। আপনার আত্মার শান্তি কামনা করি স্যার। ডক্টর সিং আপনার অবদান কখনও ভুলব না।'
কমল হাসান এদিন মনমোহন সিংয়ের একটি ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, 'ভারত আজ তার অন্যতম সেরা নেতা, স্কলারকে হারাল। ভারতীয় রাজনীতির একটি অধ্যায় শেষ হল আজ মনমোহন সিংয়ের প্রয়াণের সঙ্গে।ওঁর দূরদৃষ্টি দিয়ে অর্থনৈতিক এবং সামাজিক পলিসি এনে দেশকে বদলে দিয়েছিলেন। আমি ওঁর পরিবারকে সমবেদনা জানাই। দেশ তার অন্যতম সেরা সন্তানকে হারাল।'।
মাধুরী দীক্ষিত এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি ছবি পোস্ট করে লেখেন, 'ডক্টর মনমোহন সিংয়ের সোফির এবং দেশের জন্য তাঁর করে যাওয়া কাজ প্রকৃত বুদ্ধিমত্তা এবং সম্মানের নিদর্শন। একজন স্মরণীয় নেতা এবং তার থেকেও বেশি, একজন ভালো মানুষ। আমার সমবেদনা রইল পরিবারের জন্য। ওম শান্তি।'
সানি দেওলও এদিন মনমোহন সিংয়ের একটি ছবি পোস্ট করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানান। লেখেন, 'আমি গভীরভাবে শোকাহত হয়েছি ডক্টর মনমোহন সিংয়ের চলে যাওয়ার খবর পেয়ে।' এছাড়া দিলজিৎ দোসাঁঝ থেকে শুরু করে স্বরা ভাস্কর, প্রমুখ শ্রদ্ধা জানিয়েছেন মনমোহন সিংকে।
আরও পড়ুন: খাদান ব্লকবাস্টার হতেই প্রসেনজিৎকে শ্রদ্ধা দেবের! কেন?
আরও পড়ুন: রণবীর-দীপিকা থেকে বিরাট-অনুষ্কা, কোয়েল-রানে: ২০২৪ এ বাবা-মা হলেন কোন কোন বলি-টলি তারকারা?
মনমোহন সিং প্রসঙ্গে
দীর্ঘ ৩৩ বছর রাজ্য সভায় কাটিয়ে এই বছরের শুরুর দিকে অবসর নিয়েছেন মনমোহন সিং। ১৯৩২ সালে পঞ্জাবে জন্মগ্রহণ করেন তিনি। দুবার ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি।