অভিনয় জগতে তেমন নাম করতে না পারলেও বারংবার নানা কাণ্ড ঘটিয়ে খবরে থাকার চেষ্টা করেন অভিনেত্রী মান্নারা চোপড়া। সোমবার ফের এক ঘটনা ঘটালেন অভিনেত্রী। যার জেরে নেটপাড়ায় প্রবল কটাক্ষের মুখেও পরেন তিনি। সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়ার এই তুতো বোন কী করে এই কঠিন পরিস্থিতির মধ্যে এতটা অমানবিক হয়ে উঠলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আচমকাই ধুলো ঝড় শুরু হয় মুম্বইয়ের একাধিক স্থানে। সঙ্গে বৃষ্টি। আর এই ধুলো ঝড়ে ঘাটকোপর এলাকায় উপড়ে পড়ে একটি বিশাল বিজ্ঞাপনের বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই। যাতে মৃত্যু হয় ১৪ জনের। আটকে রয়েছেন বহু মানুষ, উদ্ধারকার্য চলছে জোরকদমে। কিন্তু একই সময়ে একই শহরে বসেই নিজের ব্যালকনি থেকে বৃষ্টি উপভোগ করার ভিডিয়ো পোস্ট করেন মান্নারা। আর তাতেই সৃষ্টি ঝঞ্ঝাটের।অভিনেত্রীর এই কার্যকলাপে ক্ষিপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া।
সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন মান্নারা। যেখানে তিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া' ছবির গান 'আঁখিয়া গুলাব'-এ নাচছেন অভিনেত্রী। পেছনে দৃশ্যমান বৃষ্টি, ধুলোঝড়। মরশুমের প্রথম সেই ঝড় বৃষ্টি উপভোগ করে নিজের বারান্দায় খোলা মেলা পোশাকে নাচছেন মান্নারা।
আরও পড়ুন: (ভিডিয়ো তুলতে গিয়ে অরিজিত সিং-এর বউকে ধাক্কা, রাগে গজগজ কোয়েলের, কী করলেন গায়ক?)
ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'সারাদিনের শ্যুটের মাঝেই মরসুমের প্রথম বৃষ্টি উপভোগ করছি।' এই ভিডিয়ো পোস্টের পর একাধিক নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হয় নায়িকাকে।
-'শহরে যখন লোক মরে যাচ্ছে, তখন সেটা নাচার সময় নয়'।
-'এরা বুঝতেই করতে পারে না যে কত মানুষের ঘর ভেঙে গেছে। কত মানুষ গৃহহীন'।
-'মানুষ আহত, মানুষ কষ্টে আছে, আর এখানে এটা কী হচ্ছে!','মানুষ মরছে আর আপনি নাচছেন?'
এমনই সব কটাক্ষের শিকার হতে হয় নায়িকাকে।
আরও পড়ুন: (‘অনিলের সাফল্য আমাকে...’ দাদাকে হিংসা করেন সঞ্জয়? ভাইদের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন?)
প্রসঙ্গত, অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের পর মঙ্গলবারও ঝড়বৃষ্টি জারি থাকবে মুম্বই ও পার্শ্ববর্তী এলাকায়। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। তিনি সোমবার সন্ধেয় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি স্টেশনের মধ্যে মেট্রো ও ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে।