বাংলা নিউজ > বায়োস্কোপ > Manobjomin: 'মানবজমিন' দেখতে দর্শক নেই, মাছি তাড়াচ্ছেন হল মালিকরা! বন্ধ হচ্ছে শ্রীজাতর পরের ছবি?

Manobjomin: 'মানবজমিন' দেখতে দর্শক নেই, মাছি তাড়াচ্ছেন হল মালিকরা! বন্ধ হচ্ছে শ্রীজাতর পরের ছবি?

শ্রীজাতর কপাল খুলল না

Manobjomin Box office Collection: শ্রীজাত পরিচালিত প্রথম ছবি মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে। তবে কি শুরুর আগেই বন্ধ হচ্ছে তাঁর পরের ছবি ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’? জবাব দিলেন প্রযোজক রাণা সরকার। 

দেবের হাত ধরে বছরের শুরুতেই ‘লক্ষ্মীলাভ’ হয়েছে বাংলার সিনেমার। এখনও বক্স অফিসে রমরমিয়ে চলছে ‘প্রজাপতি’। ২০২২-এর শেষ সপ্তাহে রিলিজ হওয়ার অপর দুই ছবি ‘হামি ২’ এবং ‘হত্যাপুরী’র ব্যবসাও যথেষ্ট ভালো। কিন্তু ২০২৩-এর শুরুটা একদম ভালো হল না টলিউডের। বছরের প্রথম রিলিজ ‘মানবজমিন’ ডাহা ফেল বক্স অফিসে! এই ছবির সঙ্গেই পরিচালনায় হাতেখড়ি হয়েছে কবি তথা গীতিকার শ্রীজাতর। শ্রীজাতর এই ছবিকে অনেকেই ‘কবিতার মতো’ বলেছেন, প্রশংসাও করেছেন ভুরি ভুরি। তবুও দর্শক হলমুখী হল না ‘মানবজমিন’ দেখতে।

মুক্তির প্রথম পাঁচ দিনে বক্স অফিসে মাত্র ৩.২৮ লাখ অর্থাৎ দিনে এক লক্ষেরও কম ব্যবসা করেছে এই ছবি, তা যথেষ্ট হতাশাজনক। বুধবার ছবির এই কালেকশন প্রকাশ্যে আনেন প্রযোজক রাণা সরকার। তারপর থেকেই চরম ট্রোলিং-এর মুখে পড়তে হয় তাঁকেও। সময়ে সময়ে দেব-প্রসেনজিৎ-এর মতো সুপারস্টারদের খোঁচা দিতে ছাড়েন না টলিউডের এই বিতর্কিত প্রযোজক, তাঁর ছবির এমন বেহাল দশা দেখে মজা লুটছে সেইসব তারকাদের ফ্যানেরা। পুরোটাই ‘কর্মফল’ বলে ব্যাখা করেছে তাঁরা। ‘মানবজমিন’-এ লিড রোলে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। 

কেউ ট্রোল করে লিখেছেন, ‘কেজিএফ-এর রেকর্ড ভেঙে দিলো তো', আবার কেউ সোজাসুজি লিখেছেন- ‘দেব-প্রসেনজিৎ’কে নিয়ে নোংরামি করেছেন। দর্শক আপনার ছবি দেখবে কেন?' অনেকেই খোঁচা দিয়ে পালটা প্রশ্ন করেছেন, ‘এই ছবির বাজেট কত?’ তবে অনেকেই রাণা সরকারের সাহসিকতাকে কুর্ণিশ জানিয়েছেন। এত কম কালেকশন সত্ত্বেও প্রযোজক স্বচ্ছতা-সহ তা প্রকাশ্য এনেছেন এটাই বড় কথা, লিখেছেন অনেকে।

যদিও প্রযোজকের কথায়, বক্স অফিসে ‘মানবজমিন’-এর এই ভরাডুবি 'প্রত্যাশিত ছিল'। হ্যাঁ, তেমন ইঙ্গিত অবশ্য আগেও দিয়েছিলেন রাণা সরকার। এই বিষয়ে রাণা সরকারের কাছে প্রশ্ন রাখা হলে তিনি বলেন, ‘এই ছবিটা সবার জন্য নয়। আমি শ্রীজাতকে আগেই বলেছিলাম বক্স অফিসের কথা মাথায় না রাখতে। যাঁরা দেখেছেন তাঁদের মানবজমিন ভালো লেগেছে সেটাই আমাদের প্রাপ্তি’।

অন্যদিকে ‘মানবজমিন’ হলে মাছি তাড়াতেই টলিপাড়ায় শুরু হয়েছে নতুন ফিসফিসানি। অনেকেই বলছেন কবির পরের ছবির নাকি বন্ধের মুখে। ‘মানবজমিন’ মুক্তির আগেই দ্বিতীয় ছবির ঘোষণা সেরেছিলেন শ্রীজাত। নাম ‘চল রাস্তায় সাজি ট্রাম লাইন’। সেই ছবির প্রযোজকও রাণা সরকার। সত্যি কি সেই ছবির উপর থেকে হাত তুলে নিলেন প্রযোজক? তাঁর যে তেমন ট্র্যাক রেকর্ড নেই এটা সবার জানা!

সাপটে এমন কথা অস্বীকার করেন রাণা। তাঁর বক্তব্য, ‘নির্ধারিত সময়েই চল রাস্তায় সাজি ট্রাম লাইন আসবে। শ্রীজাতর পরের ছবির প্রযোজনা আমিই করছি। পরম (ব্রত) ডেট দিলেই আমরা এগোব। মানবজমিন সুপারহিট হবে এমন প্রত্যাশা আমার কোনওদিন ছিল না’।

প্রসঙ্গত, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এ লিড রোলে অভিনয় করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। 

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

বন্ধ করুন