জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হল মঙ্গলবার ৮ অক্টোবর। এদিন চতুর্থবারের জন্য জাতীয় পুরস্কার পেলেন মনোজ বাজপেয়ী। তিনি এবার গুলমোহর ছবিটির জন্য এই সম্মান পেলেন। পুরস্কার নিতে উঠে আবেগঘন হয়ে পড়লেন অভিনেতা। নিজেকে ভাগ্যবান বলে দাবিও করেন।
আরও পড়ুন: বাহুলগ্না হয়ে রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো - অদ্রিজারা
জাতীয় পুরস্কার পেয়ে কী বললেন মনোজ বাজপেয়ী?
একবার নয়। চার চারবার জাতীয় পুরস্কার পাওয়া চাট্টিখানি কথা নয়। তাই এদিন পুরস্কার নিতে যাওয়ার আগে একটি ভিডিয়ো পোস্ট করেন মনোজ বাজপেয়ী। সেখানেই তিনি জানান চতুর্থবারের জন্য এই সম্মান পেয়ে তিনি কৃতজ্ঞ।
আরও পড়ুন: 'একাধিক কারণেই ...' হঠাৎ আশ্বিনে বিয়ে কেন? কারণ খোলসা করলেন রূপসা, কবে যাচ্ছেন হানিমুনে?
ভিডিয়ো বার্তায় মনোজ এদিন বলেন, 'আমি এর আগে যখন তিনবার এই পুরস্কার পেয়েছি তখনও আমার প্রতিক্রিয়া যা ছিল চতুর্থবারও এই পুরস্কার পেয়ে আমার প্রতিক্রিয়া এক। আমি যখন প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম ভাবতাম ইস, যদি এটা একবার জীবনে পাই তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে।'
তিনি এদিন আরও বলেন, 'আর আজ ঈশ্বরের আশীর্বাদে গুলমোহরের জন্য আমি এটা চতুর্থবার পেলাম। তাই শিল্পী হিসেবে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি চতুর্থবার জাতীয় পুরস্কার পাওয়ার জন্য।'
আরও পড়ুন: চার্জশিট - সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল! 'ডাক্তারবাবু'কে পড়াশোনা করার 'পরামর্শ' TMCP নেত্রীর
এবারের এই জাতীয় পুরস্কার অনুষ্ঠানে প্রথমবারের জন্য অভিনেতার সঙ্গে হাজির থাকবেন তাঁর স্ত্রীও। ফলে এটা তাঁর কাছে খুবই স্পেশ্যাল হতে চলেছে যে সেটা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গ গুলমোহর এবার ৩টি পুরস্কার পেয়েছে, সেরা ফিচার ফিল্ম হিন্দি, সেরা চিত্রনাট্য এবং বিশেষ মেনশন।