চলতি বছরেই মুক্তি পেতে চলেছে মনোজ বাজপেয়ীর 'দ্য ফ্যামিলি মেন থ্রি'। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়ো এই ঘোষণা করেছে। শোনা যাচ্ছে, 'দ্য ফ্যামিলি মেন ৩'-এর জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন মনোজ বাজপেয়ী। তবে এরই মধ্যে মনোজ বাজপেয়ীর একটি পুরনো সাক্ষাৎকারও ভাইরাল হচ্ছে, যেখানে তিনি বলছেন, যতটা টাকা পাওয়ার কথা ততটা পাচ্ছেন না।
'আনফিল্টারড উইথ সামদিস'-কে এই সাক্ষাৎকার দিয়েছেন মনোজ বাজপেয়ী। সেখানেই তিনি বলেন, ‘আমার কাছে টাকা নেই। ভোঁসলে এবং গলি গুলিয়াঁর মতো ছবি করে কেউ ধনী হতে পারে না’। এ প্রসঙ্গে সামদীশ জানতে চান, 'আপনি শাহরুখ বা সলমনের মতো পারিশ্রমিক পান না ফ্যামিলি ম্যানের জন্য?' মনোজ জানান, ‘না পাই না, এই ওটিটি প্ল্যাটফর্মগুলো প্রযোজকদের চেয়ে কোনও অংশে কম নয়। ওরা টাকা দেয় না। কোনও তারকা আনবে যখন তখন তাঁকে ভরিয়ে দেবে টাকা দিয়ে। আমরা সস্তা শ্রমিক’
সামদীশ আবারও জানতে চান, ‘আপনি ফ্যামিলি ম্যানের জন্য টাকা পান না? এটি বিশ্বের অন্যতম বড় শো’। মনোজ জানান, 'না, বুঝতে পারছি না। কিন্তু এই মানুষগুলো টাকা দেয় না। এ আর কী হয়! এরা কোনও বিদেশিকে দিয়ে শো করালেও টাকা দেবে না। দেখুন, ব্র্যান্ড আছে, কেন তারা চিনে কারখানা খোলে? কারণ সেখানে খুব অল্প টাকায় শ্রমিক পাওয়া যায়, আমরা সস্তা শ্রমিক নই। তুমি যদি জ্যাক রায়ানকে নিয়ে যাও, তুমি তাঁকে অনেক টাকা দেবে। ’