মনোজ বাজপেয়ী যে একজন বহুমুখী অভিনেতা তা বলাই বাহুল্য। তাঁর কাজ দর্শকদের সব সময়ই মুগ্ধ করে এসেছেন। তবে এবার 'ডিসপ্যাচ' ছবিতে একেবারে অন্য অবতারে ধরা দিলেন তিনি। এমন সাহসী দৃশ্যে তাঁকে আগে কখনও দেখা যায়নি। কিন্তু ক্যামেরার সামনে নগ্ন হতে গিয়ে কী কী চিন্তা এসেছিল তাঁর মনে? কতটা চ্যালেঞ্জিং ছিল এই চরিত্র? সেই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা।
২০১২ সালে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ -এ গ্যাংস্টারের চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেতা। ১৯৯৯ সালে 'শূল' ছবিতে একজন নীতিবান পুলিশ অফিসারের চরিত্র দিয়ে বলিউডে পথ চলা শুরু করেন অভিনেতা। তারপর ‘আলিগড়’ (২০১৫)-এ একজন সমকামী অধ্যাপক এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’ -এ তাঁর অভিনয় দিয়ে সকলকে অবাক করেছিলেন অভিনেতা।
তবে এই সব ছবিতে অভিনেতাকে যেভাবে দেখা গিয়েছিল 'ডেসপ্যাচ'-এ তার থেকে একেবারে অন্য রূপে দেখা গিয়েছে অভিনেতাকে। এই প্রথম তাঁকে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে করতে দেখা গিয়েছে। 'ডেসপ্যাচ'-এ সাহসী দৃশ্যে করতে গিয়ে তাঁর অভিজ্ঞতা ঠিক কেমন হয়েছিল? স্টারস ইন দ্য সিটির জন্য HTCity কে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী এই সাহসী দৃশ্যগুলি কীভাবে শ্যুট করা হয়েছিল? তার জন্য কী কী সমস্যার মুখোমুখি হতে হয়েছিল? সে বিষয়ে নিয়ে নানা কথা ভাগ করে নিয়েছিলেন।
আরও পড়ুন: 'মোদীজি আমার গান বন্ধ করতে চেয়েছিলেন'! হঠাৎই বিস্ফোরক দাবি একসময় BJP করা বাবুলের
ইন্ডাস্ট্রিতে ৩০ বছর কাজ করার পর তাঁকে এমন চরিত্র কেন বেছে নিতে হল? এই প্রসঙ্গে মনোজ বাজপেয়ী বলেন, ‘কানুর (পরিচালক) সঙ্গে আমার অনেক কথা হয়েছিল। তিনি আমাকে এই সিদ্ধান্ত নিতে রাজি করেছিলেন। নায়ক এবং তার স্ত্রী বা তার বান্ধবীর মধ্যে যে আদান-প্রদান, মানসিক বিনিময় দেখানোর জন্য এই দৃশ্যগুলি সত্যিই প্রয়োজনীয় ছিল। আসলে এই আদান-প্রদান ছিল খুব তীব্র, তাই আমাদের এই সাহসী দৃশ্যগুলি করতে হয়েছিল। এই চরিত্রগুলি একটি ঘরের ভিতর শ্যুট করা উচিত বলে আমার মনে হয়েছিল, কারণ এগুলো খুব ব্যক্তিগত। আমরা অন্য কোনও উপায় ভাবতে পারিনি।’
তবে, সিদ্ধান্তটি অভিনেতার পক্ষ থেকেও নেওয়া সহজ ছিল না। তাঁর কথায়, 'আমি গ্রামের ছেলে, আমার শিকড়টা সেখানেই। তাছাড়া আমি একটু লাজুক প্রকৃতির। আমি পুরো বিষয়টার ফুটিয়ে তুলতে পারব তা আমার মনে হয়েছিল। কিন্তু একমাত্র যে জিনিসটা আমাকে আটকে দিচ্ছিল তা হ'ল আমার মধ্যে থাকা সেই গ্রামের ছেলেটা। সে এখনও আমার মধ্যে আছে। সে লাজুক, রিজার্ভড মনোজ বাজপেয়ী।'
আরও পড়ুন: খোলা চুলে ঢেকেছে মুখ, কালো শাড়িতে 'জুন আন্টি' এবার 'মঞ্জুলিকা'! বড় চমক উষসীর
এসব দৃশ্য নিয়ে তাঁর স্ত্রীর কী বক্তব্য? এই প্রশ্নে অভিনেতা হেসে বলেন, 'আমার স্ত্রী এমনিতেই শান্ত। কিন্তু আমার মনে একটা কথাই এসেছিল ছিল যে, আমার স্ত্রী যদি এটা করতে চান তাহলে আমার কোনও সমস্যা হতে পারে কি? সেটা ভেবে দেখি যে না এটা হতেই পারে, এটা আমার জন্য ঠিক আছে। আমার সমস্যা ছিল আমার নিজের সত্তা নিয়ে। কারণ আমি একটা ছোট জায়গা থেকে এসেছেন। আমি সবসময় এই বিষয়টা থেকে বেরনোর জন্য লড়াই করে চলেছি - বিয়ের আগে আমার যে কয়েকটা সম্পর্ক ছিল তাতে আমি কখনই কোনও মেয়েকে 'আমি তোমাকে ভালবাসি' বলার সাহস সঞ্চয় করতে পারিনি। তাই এই সমস্যাটা আমাকে নিয়েই রয়ে গেছে।'
অভিনেতা আরও জানান যে, এই জাতীয় দৃশ্যের ক্ষেত্রে তিনি সর্বদা ক্যামেরা সম্পর্কে সচেতন ছিলেন, তবে পরে তাঁর সহ-অভিনেতার সঙ্গে বহু কথোপকথনের পর স্বাচ্ছন্দ্য বোধ করেন। হাসতে হাসতে তিনি বলেন, 'তবে হ্যাঁ, এটা আমার করা সবচেয়ে কঠিন কাজ ছিল। এরপর কান ধরেছি আর এরকম কিছু করব না।