সাম্প্রতিক সময়ে নাসিরুদ্দিন শাহ ফিল্মফেয়ার নিয়ে করেছেন একটি বিস্ফোরক মন্তব্য। যেখানে তাঁকে বলতে শোনা যায়, বাথরুমের দরজার হাতল হিসেবে তিনি ফিল্মফেয়ারের ট্রফিগুলিকে ব্যবহার করেন। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। আর এই বিতর্কের মাঝে হঠাৎই অভিনেতা মনোজ বাজপেয়ী ফিল্মফেয়ার পুরস্কার নিয়ে নিজের প্রিয় স্মৃতি শেয়ার করে নেন। যার ফলে অনেকেরই ধারণা হয়েছিল আসলে নাসিরুদ্দিনকে খোঁচা দিয়েই সে মন্তব্য করেছেন মনোজ। যাতে অবশেষে মুখ খুললেন ‘ফ্যামিলি ম্যান’ অভিনেতা।
‘ফিল্মফেয়ার সবসময় আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমি ফিল্মফেয়ার দেখে বড় হয়েছি এবং আমি সবসময়ই এটি দেখা উপভোগ করতাম। মানুষের পরিশ্রমকে স্বীকৃতি পেতে দেখতেও ভালো লাগে। ফিল্মফেয়ার গর্ব এবং কৃতিত্বের সবচেয়ে বড় মুহূর্তগুলির মধ্যে একটি। এটি অন্যতম মূল্যবান অংশ।’, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে টাইমস নাউকে বলেছিলেন মনোজ।
আর তারপরই বেশ কিছু জায়গায় প্রতিবেদন প্রকাশ হতে থাকে যে নাসিরুদ্দিনের ফিল্মফেয়ার নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মুখ ছুলেছেন মনোজ বাজপেয়ী। যা বেশ বিরক্ত করে অভিনেতাকে। বুধবার এই নিয়ে একটি টুইট করেন তিনি। যেখানে নিজের বক্তব্য পরিষ্কার করে দেন। মনোজ লেখেন, ‘কেয়া ইয়ার! আমার ফিল্মফেয়ার পুরস্কারের স্মৃতি কী, এর জবাবে আমি যা বলার বলেছিলাম। এটা কাওকে কোনও জবাব দেওয়া ছিল না।’
অন্য আরেকটি টুইটে মনোজ হিন্দিতে লেখেন, ‘আমার নাসিরভাইয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলার মুরোদ নেই, আর আমি কি না কটাক্ষ করব! কী কী খবর হয়ে যায় কোথা কোথা থেকে।’
ফিল্মফেয়ার নিয়ে কী বলেছিলেন নাসিরুদ্দিন?
লল্লনটপকে দেওয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বলেছিলেন, ‘যে কোনও অভিনেতা যিনি একটা চরিত্র ফুটিয়ে তুলতে জান-প্রাণ ঢেলে দিয়েছেন, তিনি ভালো অভিনেতা। যদি সবার মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়, আর বলা হয় সবার মধ্যে ইনি সেরা, তাহলে সেটা কি ঠিক? আমার মনে হয় না। আমি ওই অ্যাওয়ার্ডগুলো নিয়ে গর্বিত নই। আমি তো শেষ দুটো পুরস্কার গ্রহণ করতেও যাইনি। তাই যখন আমি খামারবাড়ি বানানোর সিদ্ধান্ত নিই, তখন সেই অ্যাওয়ার্ডগুলো ওখানে রাখার ব্যবস্থা করি। যারাই ওয়াশরুমে যাবে তাঁরা দুটো অ্যাওয়ার্ড হাতে পাবে, কারণ বাথরুমের দরজার হ্যান্ডেল ফিল্মফেয়ার পুরস্কার দুটি।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)