এই মুহূর্তে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা মনোজ বাজপেয়ী। আর এই ছবির প্রচারে এসেই স্ত্রী শাবানা রাজার কাছে তিরস্কৃত হওয়া নিয়ে মুখ খুললেন মনোজ। বলেন, তাঁর অভিনেত্রী বউ শাবানা নাকি একবার মনোজ বাজপেয়ী অভিনীত ছবি দেখে 'অপমানিত' ও 'লজ্জিত' বোধ করেছিলেন। বলেছিলেন 'এত খারাপ ছবি!'
ঠিক কী ঘটেছিল?
ছবির নাম না করে মনোজ বাজপেয়ী সাক্ষাৎকারে বলেন, খুব খারাপ ছবি ছিল। সিনেমাটি দেখার পর শাবানা আমায় ফোন করে বলে, ‘এই ছবিটা কীভাবে পছন্দ হল? কেন বাছলে এমন ছবি?’ মনোজ বলেন, স্ত্রী শাবানা তাঁকে স্পষ্ট জানিয়ে দেন,' টাকার জন্য ছবি করা বন্ধ করো। এত অভাব নেই, যে টাকার জন্য এই সব ছবি করতে হবে। ঘটনার পর বিব্রত বোধ করছিলাম। একটা মেয়ে সিনেমা দেখতে দেখতে হাসাহাসি করছিল। তাতে আমি অপমানিত বোধ করছিলাম। অনেক ভালো গল্প, চরিত্র আছে সেগুলো বেছে বেছে করো। এই ছবিতে তোমার কিছুই দেওয়ার নেই।’ মনোজ বাজপেয়ী বলেন, ‘শাবানার উপদেশ খুবই গুরুত্বপূর্ণ, তবে সেটা আমার কাছে ভর্ৎসনা হয়েই এসেছিল।’
আরও পড়ুন-‘আজ যাঁরা বলছেন ব্যবহার করা হয়েছে, তাঁরাই গিয়ে পরে একই দলে ভিড়বেন…’, বলছেন আদিত্য
আরও পড়ুন-হিন্দু পুরোহিতের মুসলিম বোন, গল্পটা কেমন? 'দ্য কেরালা স্টোরি' নিয়েও মুখ খুললেন রাহুল
প্রসঙ্গত মনোজ বাজপেয়ী 'সত্যমেব জয়তে', ‘বাঘি ২’-র মতো ছবিতেও কাজ করেছেন। সাক্ষাৎকার গ্রহণকারী নিজেই এদিন মনোজকে বলে ফেলেন, তিনি 'সত্যমেব জয়তে' দেখতে দেখতে হল থেকে বেরিয়ে যান। উত্তরে অভিনেতা বলেন, ‘কিন্তু আপনি তো টিকিটের জন্য টাকা ব্যয় করেই ফেলেছিলেন।’
কথা প্রসঙ্গে মনোজ বাজপেয়ী বলেন, 'সত্যমেব জয়তে'র শেষ অংশ দেখার সময় তাঁর অভিনেত্রী স্ত্রী শাবানা রাজ নাকি জোর জোর হাসছিলেন। অভিনেতার কথায়, ‘আমি যখন ওকে জিগ্গেস করলাম কেন হাসছো? বলল, আমাকে দেখে নাকি ওর খুবই হাস্যকর মনে হয়েছে।’