মনোজ বাজপেয়ী সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মাত্র ১০ দিন আগেই তাঁর সঙ্গে অভিনেতার দেখা হয়েছিল। একই সঙ্গে সেখানে তিনি জানান সেই সময় সুশান্ত তুমুল অস্থির হয়েছিলেন। একটি নির্দিষ্ট জিনিস তাঁকে কষ্ট দিচ্ছিল। কিন্তু কী সেটা? প্রকাশ্যে আনলেন মনোজ।
সুশান্তকে নিয়ে কী জানালেন মনোজ বাজপেয়ী?
সিদ্ধার্থ কান্ননকে দেওয়া একটি সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের বিষয়ে কথা বলেন। সেখানে তিনি জানান, 'সুশান্ত ভুলভাল, ভিত্তিহীন খবরে ভীষণ অস্থির হয়ে ছিল। সেই সব খবরগুলোর কোনও সত্যতা ছিল না। ও ভীষণ ভালো মানুষ ছিল। আর যে কোনও ভালো মানুষই সেসব খবর পড়ে অস্বস্তিতে পড়বেন।'
আরও পড়ুন: জীবনের কঠিন সময় হাত ছেড়ে পালিয়েছিল প্রেমিকা, সেই স্মৃতি হাতড়ে মিঠুন বললেন, 'তাতে আখেরে আমার...'
আরও পড়ুন: ভাইকে শাস্তি দিতে মুখোশ খুলল পরাগ, কার কাছে কই মনের কথায় শিমুলের জীবনে আসছে কোন নতুন মোড়?
এদিন মনোজ আরও জানান, 'সুশান্ত আমায় মাঝে মধ্যেই জিজ্ঞেস করত আমি কী করব? এসব লিখছে কী করব? আমি ওকে সবসময় বলতাম এসব নিয়ে এত ভেবো না।' এদিন ফ্যমিলি ম্যান খ্যাত অভিনেতা আরও জানান, 'আমি ওকে বলতাম যাঁরা এসব খবর লিখবে তাঁদের সঙ্গে দেখা হলে বলবে মনোজ এসে তোমাদের মারবে। এটা শুনে ও খুব হাসত। আমায় বলতো এসব আপনিই পারেন স্যার। আমার থেকে মাটন খেতে চেয়েছিল। আমি বলেছিলাম রান্না করলে নিশ্চয় তোমায় খাওয়াবো।'
সুশান্তের মৃত্যুর প্রসঙ্গে মনোজ
মনোজ বাজপেয়ী এদিন জানান তাঁর সঙ্গে কথা হওয়ার মাত্র ১০ দিনের মধ্যেই মারা যান সুশান্ত। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমার ওর সঙ্গে দেখা হওয়ার মাত্র ১০ দিন পরেই ওর মৃত্যু হয়। আমি খুব চমকে গিয়েছিলাম। আমি তো এখনও বিশ্বাস করতে পারি না যে সুশান্ত আর ইরফান আর বেঁচে নেই। দুজনেই বড্ড তাড়াতাড়ি চলে গেল। ওদের সুসময় আসা বাকি ছিল।'
প্রসঙ্গত ২০২০ সালের জুন মাসে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর মৃত্যু নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।