বাংলা নিউজ > বায়োস্কোপ > Manoj Bajpayee: প্রথমবার বিদেশ যাচ্ছি, বিমানে ফ্রিতে মদ পাওয়া যায় জেনে এত খেয়েছি যে একটা কাণ্ড ঘটিয়ে বসি: মনোজ বাজপেয়ী

Manoj Bajpayee: প্রথমবার বিদেশ যাচ্ছি, বিমানে ফ্রিতে মদ পাওয়া যায় জেনে এত খেয়েছি যে একটা কাণ্ড ঘটিয়ে বসি: মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ী বলেন প্যারিস সফরে গিয়ে বেশকিছু বিষয়ে আমার অভিজ্ঞতা হয়।, ‘একটি পার্টিতে দেখি লোকজন দিব্যি চপস্টিক দিয়ে খাচ্ছেন। আমিও চেষ্টা করলাম, যতবারই চপস্টিক দিয়ে খাবার তুলতে গেলাম, খাবার পড়ে গেল। টেবিলের ওপাশ থেকে একজন অত্যন্ত সম্ভ্রান্ত ভদ্রমহিলা কাঁটা তুলে দিয়ে বললেন, ‘এটাও ব্যবহার করতে পারেন।’

প্রথমবার আন্তর্জাতিক সফরে প্যারিসে গিয়েছিলেন মনোজ বাজপেয়ী। আর সেসময়ই বিমানের মধ্যে এক কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। বিমানেই মদ্যপান করে নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম আন্তর্জাতিক সফর নিয়ে অকপটে নানান কথা ফাঁস করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

মনোজ বাজপেয়ীর জন্ম বিহার, তবে তাঁর বেড়ে ওঠা দিল্লিতে। দিল্লিতে থাকার সময় চুটিয়ে থিয়েটারে অভিনয় করেছেন মনোজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনো বলেন, ‘যখন আমি থিয়েটার করতাম, তখন একবার আমি প্যারিসে গিয়েছিলাম। এটাই ছিল আমার প্রথম আন্তর্জাতিক সফর। বিমানে আমি মোটেও মদ্যপান করতাম না, কারণ ভাবতাম ওটার জন্য হয়ত পয়সা লাগবে, কিন্তু আমার কাছে টাকা ছিল না! তবে থিয়েটারের কারণে আমি প্যারিসে একটি অনুষ্ঠানের অংশ হয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমি জানতে পারি বিমানে বিনামূল্যেই অ্যালকোহল দেওয়া হয়। বিনা পয়সায় পাওয়া যায় জেনে ফিরে আসার সময় এত মদ খেলাম যে অজ্ঞান হয়ে যাই!’

আরও পড়ুন-চতুর্থ স্ত্রীর সঙ্গে আগের সন্তানদের বয়স ১,২, এবং ৩বছর, ফের বাবা হলেন ৬৩ বছরের গায়ক

আরও পড়ুন-ছোট্ট ড্রেস পরে হাঁটতে পারছিলাম না, নিচে দাঁড়িয়ে থাকা সকলে তখন উপরে আমার দিকে দেখছে: রানি

মনোজ বাজপেয়ী বলেন প্যারিস সফরে গিয়ে বেশকিছু বিষয়ে আমার অভিজ্ঞতা হয়।, ‘একটি পার্টিতে দেখি লোকজন দিব্যি চপস্টিক দিয়ে খাচ্ছেন। আমিও চেষ্টা করলাম, যতবারই চপস্টিক দিয়ে খাবার তুলতে গেলাম, খাবার পড়ে গেল। টেবিলের ওপাশ থেকে একজন অত্যন্ত সম্ভ্রান্ত ভদ্রমহিলা আমার কাছে এসে কাঁটা তুলে দিয়ে বললেন, ‘এটাও ব্যবহার করতে পারেন। চিন্তা করবেন না, চপস্টিকের জন্য অনুশীলন দরকার হয়।’

চপস্টিকস নিয়ে এতটাই ভয় পেয়েছিলাম যে আর কখনও ওটা ব্যবহারের চেষ্টা করিনি। আমার মেয়ে বলতে শুরু করলো, ' বাবা চপস্টিক ব্যবহার করো', কারণ ওর খারাপ লেগেছিল যে ওর বাবা চপস্টিকে খেতে পারে না। মেয়েই আমায় চপস্টিক ব্যবহার করতে শিখিয়েছে এখন আমি ওটা দিয়ে খেতে পারি।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন