সোমবার সকাল থেকেই একটার পর একটা ভুয়ো খবর ছড়িয়ে পড়তে থাকে। গুজব রটে যায় অভিনেতার মৃত্যুর। বর্ষীয়ান নাট্যকার এবং অভিনেতার পরিবার রীতিমত বিরক্ত এই খবরে। কিন্তু সেসবকে নস্যাৎ করে সত্যিই মনোজ মিত্র কেমন আছেন, তাঁর শারীরিক অবস্থা এখন কেমন সেই কথা জানালেন তাঁর জামাই।
আরও পড়ুন: শৌচাগারের দেওয়ালের ফুটো দিয়ে নায়িকার ভিডিয়ো বানানোর চেষ্টা! অভিযুক্তের সদস্যপদ কাড়ল ফেডারেশন
কেমন আছেন মনোজ মিত্র?
টিভি ৯ বাংলাকে মনোজ মিত্রের জামাই জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। তাঁর পরিচিত মানুষদের চিনতে পারছেন। এমনকি মনোজ মিত্র নাকি এদিন সামান্য কথাও বলেছেন বলেই তাঁর জামাই জানিয়েছেন।
কী ঘটেছে?
সোমবার, ২৩ সেপ্টেম্বর থেকেই কখনও রটে যায় মনোজ মিত্রের মৃত্যুর খবর। কখনও বলা যায় তাঁর বাড়ি থেকে তাঁকেই নাকি বের করে দেওয়া হয়েছে। এসব খবরে যারপরনাই বিরক্ত অভিনেতার মেয়ে ময়ূরী। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, 'আমার বাবার সম্পর্কে অনেক ভুয়ো কথা রটেছে। আমি নিজেই এখন বাবার বাড়িতে আছি, সেখানে এমন কথা শুনে খুবই বিরক্ত। সোশ্যাল মিডিয়ায় আমাদের তরফে বারবার জানানো হয়েছে এই কথাগুলো একদমই ভুল।'
হাসপাতালের তরফে কী জানানো হয়েছে?
মনোজ মিত্র ক্যালকাটা হার্ট ক্লিনিকে ভর্তি আছেন। সেখানে তরফে এদিন একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় অভিনেতার অবস্থা সঙ্কটজনক। বিগত বেশ কিছুদিন ধরে9 নাকি বর্ষীয়ান অভিনেতা হার্টের অসুখে ভুগছিলেন। সঙ্গে ডায়াবিটিস, হাই ব্লাড প্রেসার, কিডনির সমস্যা, ডিমেনশিয়া, ইত্যাদি তো আছেই।
আরও পড়ুন: হেয়ার স্টাইলিস্টকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ! গিল্ডের ১১ সদস্যের নামে দায়ের হল FIR