কয়েকদিন আগেই মা হয়েছেন 'নিমফুলের মধু'র মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত। আপাতত সদ্যোজাতকে নিয়ে হাসপাতালেই রয়েছেন অভিনেত্রী। শুরু হয়েছে তাঁর মাতৃত্বের দ্বিতীয় সফর। মেয়ের কোলে ছেলে এসেছে, তাই স্বভাবতই খুশি তাঁর পরিবার। ডেলিভারির দিন হাসপাতালে মানসীর জন্য উপস্থিত ছিলেন তাঁর স্বামী, ছিল তাঁর ৮ বছরের মেয়ে তুহু ও পরিবারের অন্যান্য সদস্য ও টলিপাড়ার সহকর্মীরা।
মাঝে মধ্যেই হাসপাতাল থেকে ভিডিয়ো শেয়ার করতে দেখা যাচ্ছে মানসীকে। রোজই অভিনেত্রীকে ও তাঁর সন্তানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন অভিনেত্রীর পরিবারের কোনও না কোনও সদস্য। কিন্তু ২৩ মার্চ, রবিবার রাতে হঠাৎই দিদির কাছে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মানসীর বোন রাইমা সেনগুপ্ত। রাইমাও অভিনয় করেন। কিন্তু রাতদুপুরে তাঁকে হাসপাতালে দেখে মানসী প্রশ্ন করেন, ‘এমনি সময় আসে না ওর নাকি সারাক্ষণ চলে আসে। এদিকে কালকে চলে এসেছে। কালকে এসেছিল কেন অত রাতে?’
রাইমা উত্তরে বলেন, ‘পুচকুকে নিয়ে যাব’। আর বোনের কথা বিস্মিত মানসী বলেন, ‘পুচকুকে নিয়ে যাব! কিন্তু পুচকুকে তুই ধরতে পারবি না, অনেক ছোট না। মানে তোর ওটাই ইন্টারেস্ট, ওই জন্য তুই এসেছিস শুধু…!’
আরও পড়ুন-সদ্য মা হয়েছেন মানসী সেনগুপ্ত, হাসপাতালে হাজির ছোট্ট দিদি তুহু, ভাইকে দেখে কী বলল সে?

নাহ মানসী সেনগুপ্তের এই ভিডিয়োতেও তাঁর সদ্যোজাত ছেলের মুখ দেখা যায়নি। এদিকে ছেলের কী নাম রাখবেন, তা নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছেন মানসী। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে মানসী A দিয়ে নাম সাজেস্ট করার আবেদন জানিয়েছেন।
তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে বহু নেটিজেনকে বেশকিছু অর্থ সহ নামের তালিকাও দিয়ে ফেলেছেন কমেন্ট বক্সে। যার মধ্যে উঠে এসেছে Aarav (আরব) - peaceful, Aritra (অরিত্র) - one who helps others, Abir (অবীর) - brave, strong, Arnab (অর্ণব) - ocean, Anik (অনিক) - unique, special, Ayush (আয়ুষ) - long life, Aditya (অদিত্য) - sun, Ayan (অয়ন) - speed, velocity, অনুরাগ / আহির / আবির / অনুভব, Aadhiroop (আধিরূপ) :- Honest, indipendent, original, Aadipta (আদীপ্ত)- Very bright, )Aadvik :- Unique, Abrik (অব্রিক) :- Precious like God, Archisman (অর্চিষ্মান) :- The Sun ….সহ এমন বহু নামের সাজেশন।
তবে মানসী তাঁর ছেলের নাম এগুলির মধ্যে থেকে বেছে নেবেন, নাকি নিজের কিংবা পরিবারের লোকজনের পরামর্শ মতো নাম রাখবেন, সেটাই দেখার। যদিও মানসীর প্রথম সন্তান অর্থাৎ তাঁর ৮ বছরের মেয়ে তুহু এখনবড় দিদি। আর সে ইতিমধ্যেই ভাইয়ের নাম রেখেও ফেলেছে। তুহু তার ভাইয়ের নাম কী রাখবে প্রশ্ন করতেই সে বলেছিল, ‘আমি জানি ওর নাম ভুতু’।
প্রসঙ্গত, গত বুধবার মা হয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।