পুজো মানেই বাঙালির ঘুরতে যাওয়ার সিজন। পাহাড় থেকে সমুদ্র সব জায়গায় পুজোর মরশুমে ভিড় জমান বাঙালি পর্যটকরা। তারকারাও এর ব্যতিক্রম নন। তবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। পাহাড়ি এলাকায় নেমেছে ধস। ভেঙে পড়েছে ব্রিজ। বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের সমতল এলাকাতেও। আর এই সব কিছুর মধ্যেই উত্তরবঙ্গে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।
আরও পড়ুন: অমিতাভের সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী! যা বললেন অভিনেতার রূপসজ্জা শিল্পী দীপক
আরও পড়ুন: 'মেনে নেওয়ার ধৈর্য বাড়ুক...', জন্মদিনের পরেই হঠাৎ কেন এমন কথা বললেন সোহিনী?
আরও পড়ুন: 'পরিণীতা'র নায়িকা 'পারুল'-এর আসল হিরো কে? কার সঙ্গে প্রেম করছেন ঈশানী?
কিছুদিন আগেই জানা গিয়েছিল তিনি তাঁর ছেলে, মেয়ে ও বোনেদের নিয়ে উত্তরবঙ্গে গিয়েছেন। সেখানে গিয়ে তাঁরা এয়ার বিনেবিতেও ছিলেন। সেখান থেকে তাঁদের নানা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল। কিন্তু রাস্তায় ধস পড়ে তাঁরা আটকে পড়েন। সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা। তিনি একটি ভিডিয়ো শেয়ার করেন রবিবার। সেখানে দেখা যায় তাঁরা লাদাখের পথে যাচ্ছিলেন। আর সেই পথ ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ভিডিয়োটি শেয়ার করে নায়িকা লেখেন, ‘লাদাকের রাস্তায় ধস।’
আরও পড়ুন: 'যেটা বুকে ধাক্কা লাগার সেটা লেগেছে…', বাবা-মায়ের বিচ্ছেদ প্রসঙ্গে ঋতাভরী
আরও পড়ুন: যশ চোপড়ার এই ছবির তিন নায়ক-নায়িকা পর পর কয়েক বছরের মধ্যেই মারা যান! জানেন কোন সিনেমা?
আরও পড়ুন: 'শেষ এক মাস ধরে অনেক গালি...', তবে কী আক্ষেপ নিয়ে ধারাবাহিক ছাড়লেন মৃত্যুঞ্জয়?
প্রসঙ্গত, শনিবার রাতে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত শৈলশহর দার্জিলিং। শহরের একাধিক জায়গায় ধস নেমে বিচ্ছিন্ন সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা। প্রাকৃতিক তাণ্ডবে বাড়ছে মৃতের সংখ্যা। সব মিলিয়ে বৃষ্টি ধসে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। এই পরিস্থিতিতে বড় তথ্য প্রকাশ করে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় প্রায় ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধু দার্জিলিংয়ে। এছাড়াও প্রবল বৃষ্টিতে ধুয়ে গিয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার।
আরও পড়ুন: ধর্মা প্রোডাকশনের সেরা ১০টি ছবি কোনগুলি? তালিকায় পয়লা নম্বরে অক্ষয় কুমার
আরও পড়ুন: ‘মোদী দুর্দান্ত শো স্টপার হতে পারবে…’! প্রধানমন্ত্রীর কোন গুণে মুগ্ধ কঙ্গনা?
মহানন্দার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম। ফুঁসছেে তোর্সাও। দার্জিলিঙে ধস নেমে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। ভেঙে গিয়েছে অসংখ্য রাস্তা ও সেতু। ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। তার জেরে উত্তরবঙ্গের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। আর এই সব কিছুর মাঝেই আটকে অসংখ্য পর্যটক।