সদ্য মা হয়েছেন 'নিমফুলের মধু'র ‘মৌমিতা’ অর্থাৎ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তাঁর কোলে এসেছে দ্বিতীয় সন্তান। মেয়ের কোলে ছেলে হয়েছে মানসীর। তাঁর পরিবারে এখন খুশির হাওয়া। আর তার মাঝেই প্রকাশ্যে এল সদ্যজাতর প্রথম ঝলক!
ঘটনা কী ঘটেছে?
সত্যি কি মানসী তাঁর সন্তানের মুখ দেখালেন তাঁর অনুরাগীদের? না এত তাড়াতাড়ি তাঁর ছেলেকে ক্যামেরার সামনে আনেননি অভিনেত্রী। আসলে মানসীর সন্তানের জন্মের দিন তাঁর বন্ধু তনুশ্রী গোস্বামীর ভিডিয়ো সূত্রে খুদের একটা ঝলক দেখা গিয়েছে মাত্র। ভিডিয়োয় শুরুতেই দেখা গিয়েছে অভিনেত্রী সন্তান জন্মের আগে ওটিতে যাচ্ছেন। তবে তাঁর চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই, বরং একদম স্বাভাবিক ছন্দেই ধরা দিয়েছেন নায়িকা। তাঁর কাছের বন্ধু তনুশ্রীর সঙ্গে কথা বলতে বলতে ওটিতে যান তিনি।
আরও পড়ুন: ইমন চক্রবর্তীর অপেরা ‘তোমায় দেখব বলে’র টিকিটের দাম কত জানেন? এক একটা জোনের নামেও রয়েছে চমক
তারপর মানসীর ছেলের তোয়ালে মোড়ানো অবয়ব দেখা যায়। যদিও তাঁর মুখ দেখা যায়নি। অনুশ্রী নানা রকমের ইমোজি দিয়ে খুদের মুখ ঢেকে দিয়েছিলেন। তবে এই ভিডিয়োতে মানসীর সদ্যজাত ঝলক ছাড়াও আরও নানা চমক ছিল।
প্রথমত, দ্বিতীয়বার মানসীর মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। কারণ মাঝে একটা সময় শোনা গিয়েছিল তাঁর স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটেছে। তা নিয়ে অভিনেত্রী নিজেও যথেষ্ঠ অপকট ছিলেন। তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁর সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন যে, তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল ঠিকই, তবে মেয়ের কথা ভেবে তাঁরা আবার সবটা ঠিক করে নিয়েছেন। তারপরই তাঁরা দ্বিতীয় সন্তানের জন্য পরিকল্পনা করেছেন।
আরও পড়ুন: টাকা দিয়ে পূজা হেগড়ের নামে মিম বানানো হত! টার্গেটেড ট্রোলিং নিয়ে মুখ খুললেন নায়িকা
তবে কোথাও তাঁর স্বামীকে তাঁর সঙ্গে দেখা যায়নি। এমনকী মানসীর স্বাদের অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখতে না পেয়ে নানা কটূক্তি করেছিলেন নেটিজেনরা। তবে এই ভিডিয়োতে তাঁকেও দেখা গিয়েছে। তনুশ্রীর ভিডিয়োয় দেখা গিয়েছে, মানসী যখন ওটিতে ছিলেন সেই সময় বাইরে অনেকটা দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছিলেন তাঁর স্বামী।
তবে শুধু কী তাই। মানসীর প্রথম সন্তান অর্থাৎ ছোট্ট তুহু এখন ভাইয়ের বড় দিদি। আর সে ইতিমধ্যেই ভাইয়ের নামও রেখে ফেলেছে। জানেন ৮ বছরের মিষ্টি তুহু তার ভাইয়ের নাম কী রেখেছে? ভিডিয়োয় দেখা গিয়েছে অনুশ্রী তুহুকে জিজ্ঞাসা করছেন তাঁর ভাইয়ের কী নাম? প্রশ্ন শুনেই সে বলে, ‘আমি জানি ওর নাম ভুতু’।