গত ১ জুলাই ছিল নিম ফুলের মধু ধারাবাহিকের মৌমিতা ওরফে মানসী সেনগুপ্তর জন্মদিন। আর সেখানেই চাঁদের হাট বসেছিল। টলিউডের একাধিক চেনা মুখ উপস্থিত ছিলেন সেখানে। আর এই বার্থডে পার্টিতেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা।
মানসীর জন্মদিনে অভিনেত্রীর কাণ্ড
এদিন টলি নিউজের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয় সেখানে দেখা যাচ্ছে বার্থডে পার্টিতে বোনকে দিয়ে জুতো পরিষ্কার করাচ্ছেন মানসী সেনগুপ্ত। এদিনের তাঁর বার্থডে পার্টির থিম ছিল সাদা। তাঁকে সাদা শর্ট পোশাকে দেখা যায়। সঙ্গে সাদা স্টিলেটো পরেছিলেন। তবে সেই জুতোই এদিন টিস্যু দিয়ে পরিষ্কার করে দেন তাঁর বোন রাইমা। তারপর দুজনে মিলে একসঙ্গে পোজ দেন ছবি তোলার জন্য।
মানসীর জন্মদিনে নিম ফুলের মধু ধারাবাহিকের কলাকুশলীরা
এদিন নিম ফুলের মধু ধারাবাহিকের একাধিক পরিচিত মুখকে উপস্থিত থাকতে দেখা যায় মানসী সেনগুপ্তর বার্থডে পার্টিতে। মানসীর পর্দার শাশুড়ি অর্থাৎ তনুশ্রী গোস্বামী, পর্দার খুড়ি শাশুড়ি অর্থাৎ অরিজিতা মুখোপাধ্যায় সহ অনেকেই এসেছিলেন। তাঁরা সকলেই থিম মেনে সাদা পোশাক পরে এসেছিলেন।
তনুশ্রী গোস্বামীকে সাদা শর্ট ড্রেস পরে থাকতে দেখা যায়। অন্যদিকে অরিজিতা মুখোপাধ্যায়কে একটি গাউন পরে থাকতে দেখা যায়। এসেছিলেন নিম ফুলের মধুর বর্ষা অর্থাৎ শৈলি ভট্টাচার্য প্রমুখ। তবে নিম ফুলের মধু ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র রুবেল দাস বা পল্লবী শর্মাকে এদিনের বার্থডে পার্টিতে দেখা যায়নি।