অভিনেত্রী হিসাবে দর্শকদের মনে তাঁর বিশেষ জায়গা থাকলেও পরিচালক হিসেবেও প্রথম ছবিতেই সকলের মন জিতেছেন মানসী সিনহা। বড় পর্দায় 'এটা আমাদের গল্প'-এর বিরাট সাফল্যের পর আবার ধাগা প্রোডাকশনের প্রযোজনায় ও মানসী সিনহার পরিচালনায় আসছে নতুন ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'।
মূলত এক থাকতে যে বা যাঁরা পছন্দ করেন না, চলার পথে একজন সঙ্গী বা বন্ধুকে পাশে পেতে চান তাঁদের জীবনের গল্পই বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে '৫ নম্বর স্বপ্নময় লেন'-এর হাত ধরে। ছবির পরিচালক মানসী তাঁর নতুন ছবি প্রসঙ্গে বলেন, 'আমি সম্পর্কে খুব বিশ্বাস করি। আমি মনে করি সম্পর্কটাই শেষ কথা। যে মানুষেরা পরিস্থিতির চাপে একা থাকতে বাধ্য হন, সেই মানুষদের প্রতি আমার মায়া হয়। তাঁদের নিয়েই আমাদের এই গল্প, যাঁরা একা থাকতে চান না, আমার মতোই যে মানুষগুলো, একা থাকাটা কিছুতেই পছন্দ করেন না, এটা তাঁদের গল্প। গল্পের নামকরণেই বোঝা যাচ্ছে যে এটি একটি বাড়ির ঠিকানা। ধরে নেওয়া যাক এটা একটা হারিয়ে যাওয়া ঠিকানা। কী করে এই ঠিকানাটা হারিয়ে গিয়েছে তা নিয়েই এই গল্প। অথবা এটাও বলা যেতে পারে, এটি একটি নায়ক ও দুই নায়িকার গল্প।'
আরও পড়ুন: শ্রেয়ার থেকে আসে গানের কথা বদলানোর আর্জি! বাংলায় ‘সামি’ লেখার অভিজ্ঞতা ভাগ শ্রীজাতর
'৫ নম্বর স্বপ্নময় লেন'-এর চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত ওরফে তাজু। মুখ্য সহ পরিচালক হিসেবে থাকছেন টুটুল পাল। প্রযোজক হিসেবে থাকছেন শুভঙ্কর মিত্র ও ধাগা প্রোডাকশন। কার্যনির্বাহী প্রযোজক হলেন আকাশ ভৌমিক। সহ প্রযোজক উদিতা পারফর্মিং আর্টস। ছবিটির সিনেমাটোগ্রাফার হিসেবে থাকছেন সৌভিক বসু। সঙ্গে এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। টাইটেল ট্র্যাকটির লিরিক্স লিখেছেন সুমিত সমাদ্দার। তবে তিনি শুধু টাইটেল ট্র্যাকই লেখেননি তিনি, পাশাপাশি ছবিতে তাঁকে অভিনয় করতেও দেখা যাবে।
আরও পড়ুন: ‘চেয়েছিলাম এমন কেউ করুক…’, তুমি আশেপাশে থাকলে-তে নতুন পারো রুকমা, কী বললেন অঙ্গনা?
তাছাড়াও মানসী সিনহা পরিচালিত এই ছবিতেও থাকছেন অপরাজিতা আঢ্য। এছাড়া খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, তারীন জাহান, বিমল চক্রবর্তী ও সোমা বন্দোপাধ্যায়, রানা বসু ঠাকুর-সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদেরই দেখা যাবে এই ছবিতে। আরও কে কে থাকছেন তা অবশ্য ধীরে ধীরে প্রকাশ্যে আসবে বলেই নির্মাতারা জানিয়েছেন। তাছাড়াও শোনা গিয়েছে, ছবির পরিচালক মানসী সিনহা তাঁর দ্বিতীয় ছবিতেও শাশ্বত চট্টোপাধ্যায়কে একটি গুরুত্বপূরণ চরিত্রের জন্য ভাবছেন। তবে এখনও তাতে শিলমোহর পড়েনি। খুব তাড়াতাড়ি ছবির শ্যুটিং শুরু হবে।