কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে আসতে চলেছেন মনু ভাকের। ৫ সেপ্টেম্বর সম্প্রচারিত হবে সেই পর্ব। তার আগে এই পর্বের একাধিক ঝলক প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই প্যারিস অলিম্পিক্সে ডাবল পদকজয়ী অ্যাথলিটকে নির্ভুল ভাবে অমিতাভ বচ্চনের মহব্বতে ছবির সংলাপ বলতে শোনা যায়।
আরও পড়ুন: শ্যামবাজারে রাত দখলে সামিল হতে এসে জনরোষের শিকার ঋতুপর্ণা, গাড়ি ধাক্কা দিয়ে চলে 'গো ব্যাক' স্লোগান
কী দেখা গেল কৌন বনেগা ক্রোড়পতির নতুন প্রোমো ভিডিয়োতে?
এদিন কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পর্বে মনু আসবেন সেটার নাম দেওয়া হয়েছে জিত কা জশন। সেই পর্বের একটি ঝলকে দেখা গেল মহব্বতে ছবি থেকে অমিতাভ বচ্চনের সেই আইকনিক সংলাপ পাঠ করছেন মনু। বলছেন, ' আমি আপনার ওই সংলাপটা মুখস্থ করেছিলাম। মানে অনেক আগের কথা সেটা, যখন ওই সিনেমাটা দেখেছিলাম। আমি বলব ওটা?' বিগ বি অনুমতি দিতেই তিনি বলে ওঠেন, 'পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন হামারে ইস গুরুকূলকে তিন স্তম্ভ হ্যায়। ইন তিনো কে আধার পর হম তুমহারে আনওয়ালা কাল বাতা সকতে হ্যায়।'
নির্ভুল ভাবে এভাবে দাপটের সঙ্গে তাঁর সংলাপ বলার ধরন দেখে মুগ্ধ হয়েছে নেটপাড়া। অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি মনু অলিম্পিক্সের মঞ্চ কাঁপানোর পর এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন? শুধু দর্শকরা নয়। খোদ অমিতাভ বচ্চন মনুর এই সংলাপ বলার ধরন দেখে মুগ্ধ হয়ে যান।
কে কী বলেছেন?
এক ব্যক্তি লেখেন, 'এখন কি অভিনয়ের প্রস্তুতি শুরু করলেন?' আরেকজন লেখেন, 'আপনার সংলাপ বলার ধরন কী সুন্দর।'
আরও পড়ুন: প্রতিবাদ করার 'অপরাধে' শাসানি দিয়েই থামল না পুলিশ! নাগরিকদের পিটিয়ে রীতিমত ধরপাকড় চলল বারাসাতে