বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan: ‘রাজার সিংহাসন অটুট!’, মারাঠা মন্দিরে একসঙ্গে চলছে পাঠান আর ডিডিএলজে

Pathaan: ‘রাজার সিংহাসন অটুট!’, মারাঠা মন্দিরে একসঙ্গে চলছে পাঠান আর ডিডিএলজে

মারাঠা মন্দিরে একসঙ্গে চলছে পাঠান আর ডিডিএলজে। 

শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি মারাঠা মন্দিরের বাইরের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ডিডিএলজে ও পাঠানের পোস্টার একসঙ্গে। 

গোটা বিশ্বে রাজ করছে পাঠান। ভারতে তো চার দিনে ২০০ কোটির ঘর পেরিয়ে গিয়েছে। বহির্বিশ্বের বাজার মিলিয়ে ব্যবসার খতিয়ান ৪০০ কোটির বেশি। মুম্বাইয়ের জনপ্রিয় একক-স্ক্রিন সিনেমা হল মারাঠা মন্দিরও কিন্তু পাঠান উৎসবে যোগ দিয়েছে। যেখানে বর্তমানে একইসঙ্গে সম্প্রচারিত হচ্ছে পাঠান আর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে।

শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি মারাঠা মন্দিরের বাইরের একটি ছবি পোস্ট করেছেন সোশ্যালে। যেখানে পাঠান এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, উভয়েরই পোস্টার সাঁটানো রয়েছে। লিখেছেন, ‘এই ছবি দুটোর মধ্যের জার্নিটা ছিল উপভোগের। আপনি এখন জানেন পাঠানের টিকিট না পেলে আপনাকে কী দেখতে হবে!’

প্রসঙ্গত, মারাঠা মন্দির হল মুম্বইয়ের একক-স্ক্রিন সিনেমা হল যেখানে শাহরুখের দুলহানিয়া লে যায়েঙ্গে প্রদর্শিত হচ্ছে সেই ১৯৯৫ সালে মুক্তি পাওয়ার পর থেকেই। কট্টর এসআরকে ভক্তদের কাছে এখনও খুব জনপ্রিয় এটি।

পূজার পোস্টে এখন অনুরাগীদের মন্তব্যের ভিড়। একজন লিখেছেন, ‘ডিডিএলজে ভালোবাসা, পাঠান হল মাথা উঁচু করে বাঁচা। দুটোই চাই।’ অপরজন লিখলেন, ‘যারা বলছে শাহরুখ নাকি সিংহাসন ফিরে পেয়েছে এটা তাঁদের জন্য। সিংহাসনটা ছিলই। লোককে আরও একবার মনে করিয়ে দেওয়ার পালা এখন শুধু।’ তৃতীয়জন লিখলেন, ‘কেবল শাহরুখই পারে এটা করে দেখাতে।’

বক্স অফিস ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রাথমিক অনুমান অনুসারে, পাঠানের হিন্দি সংস্করণ শনিবার প্রায় ৫২ কোটি টাকা আয় করেছে। ৫০ কোটির উপরে আয় করা তৃতীয় দিন। শুধুমাত্র শুক্রবারেই ব্যবসা একটু কমেছিল (৩৭.৫ কোটি)। জিরো-র পর পাঠান দিয়েই নায়ক হিসেবে কামব্যাক করলেন শাহরুখ। তাই ছবি নিয়ে মাতামাতিও ছিল চোখে পড়ার মতো। শনিবার ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইট করেন, ‘পাঠান কেজিএফ: চ্যাপ্টার ২ এবং বাহুবলী ২: দ্য কনক্লুশনকে ছাড়িয়ে গিয়েছে (হিন্দি সংস্করণ) দ্রুত ২০০ কোটির ঘরে প্রবেশ করার হিসেব অনুসারে।’

শাহরুখের পাশাপাশি পাঠানে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম , আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া। যশরাজ ফিল্মস দ্বারা প্রযোজিত এই অ্যাকশন ফিল্মটিতে সলমন খানের একটি বিশেষ কেমিও রয়েছে।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন