বাংলা নিউজ > বায়োস্কোপ > Rani in Mardaani 3: শিবানি শিবাজি রায় হয়ে ফিরছেন রানি, কবে আসছে ‘মর্দানি’-র তিন নম্বর কিস্তি?

Rani in Mardaani 3: শিবানি শিবাজি রায় হয়ে ফিরছেন রানি, কবে আসছে ‘মর্দানি’-র তিন নম্বর কিস্তি?

শিবানি শিবাজি রায় হয়ে ফিরছেন রানি, কবে আসছে ‘মর্দানি’-র তিন নম্বর কিস্তি?

Mardaani 3: মর্দানি মুক্তির ১০ বছর! সুখবর দিল যশ রাজ ফিল্মস। শুরু হয়ে গিয়েছে মর্দানি ৩-র কাজ। ফিরছেন রানি।

য়াদেশের নারী সুরক্ষা প্রশ্নের মুখে। আরজি কর ধর্ষণ ও খুনের মামলা ঘিরে বিক্ষোভ চারিদিকে। তার মাঝেই মহারাষ্ট্রে মাত্র ৪ বছরের দুই শিশুকন্যা স্কুলের মধ্যেই যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এই আবহেই যশ রাজ ফিল্মস ঘোষণা করল মর্দানি ৩-র। 

হ্যাঁ, ফের একবার খাকি উর্দিতে ফিরবেন রানি মুখোপাধ্যায়।  দুঁদে পুলিশ অফিসার শিবানি শিবাজি রায়-এর চরিত্রে এর আগে দু-বার পর্দা কাঁপিয়েছেন আদিত্য ঘরণী। বক্স অফিসে হিট এই ছবি সমলাোচকদেরও বিশেষ পছন্দের। বৃহস্পতিবার ছবির ১০ বছর পূর্তির দিনেই প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ) জানিয়েছে যে রানি মুখোপাধ্যায়ের নেতৃত্বে অ্যাকশন থ্রিলার ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ চলছে।

প্রয়াত প্রদীপ সরকার পরিচালিত প্রথম 'মর্দানি' ছবির দশম মুক্তির বার্ষিকীতে এই ঘোষণা সামনে এল। নতুন ভিডিয়োতে যশরাজ ফিল্মস জানিয়েছে শীঘ্রই আসবে মর্দানি ৩। স্বভাবতই পরবর্তী অধ্যায়ের জন্য অধীর আগ্রহ ভক্তদের মনে। পোস্টে লেখা হয়, ‘আজ শিবানি শিবাজি রায় ও মর্দানির চেতনাকে উদযাপন করছি। আমাদের প্রিয় ফ্র্যাঞ্চাইজির জন্য এক দশকের ভালবাসা এবং প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা অনুপ্রাণিত…’।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল মর্দানি ২। প্রায় ৫ বছরের ব্যাবধানে ফের এই ফ্রাঞ্চাইসির নতুন ছবির খবর সামনে এল। পুরুষ শাসিত সমাজে নারীর ভূমিকাকে নতুন মাত্রা দিয়েছিল রানি মুখোপাধ্যায়ের এই ছবি। যা রানির কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স হিসাবে গণ্য করা হয়। ছবির প্রথম দুটি ভাগেই মেয়েদের উপর হওয়া নির্যাতনের গল্প উঠে এসেছে। যেখানে নারী-পাচার, ধর্ষণের মতো ঘটনাকে সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন রানি। 

নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায় রানির অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের প্রচারের সময়ই মর্দানির তিন নম্বর কিস্তির ইঙ্গিত দিয়েছিলেন রানি, অবশেষে হয়ে গেল আনুষ্ঠানিক ঘোষণা। ২০১৯ সালে মর্দানি ২ পরিচালনায় করেছিলেন নবাগত গোপী পুথরান, যিনি প্রথম চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন। এবার কে থাকবেন পরিচালকের আসনে? রানির পাশাপাশি আর কোন অভিনেতারাই বা থাকছেন? আপতত এই সব প্রশ্নের উত্তরে অপেক্ষা। 

 

বায়োস্কোপ খবর

Latest News

ছোট্ট মেয়েদের পাত পেড়ে খাওয়ালেন, দিলেন ১০টাকার নোট, কন্যা পুজো করলেন অঙ্কিতা দলীপ ও ইরানির মঞ্চে পরপর ৩টি শতরান! ভারতীয় দলে শিকে ছিঁড়বে? কী ভাবছেন ঈশ্বরন? ভারতের বিপদ হতে হবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে' দশমীতে লাক, দীপবলিতে ডবল লাক! শনির ঘরবদলে ৪ রাশির ভাগ্য বদলাবে ‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.