২৬ জানুয়ারি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন খ্যাতনামা ফ্য়াশন মাসাবা গুপ্তা। দীর্ঘ দিনের প্রেমিক সত্যদীপ মিশ্রার সঙ্গে সই-সাবুদ করে বিয়ে সেরেছেন। শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুবান্ধবদের নিয়েই চুপিসারে বিয়ে সারেন নীনা কন্যা।
শুক্রবার সন্ধ্যা স্বামী-স্ত্রী হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন মাসাবা-সত্যদীপ। নবদম্পতি পাপারাজ্জির সামনে পরিবারের সদস্যদের সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন। মাসাবার মা নীনা গুপ্তা, তাঁর বাবা ভিভিয়ান রিচার্ড, নীনার স্বামী বিবেক মেহরা, সত্যদীপের মা নলিনী এবং তাঁর বোন চিন্মায়া ধরা দিয়েছেন একসঙ্গে।
মাসাবা এবং সত্যদীপের বিয়ে উদযাপনের জন্য পরিবার একটি পার্টির আয়োজন করেছিলেন। পাপারাৎজ্জোর শেয়ার করা একটি ভিডিয়োতে মাসাবাকে বাবা ভিভিয়ানের সঙ্গে অনুষ্ঠানস্থলে পৌঁছোতে দেখা যায়। একটি কালো ফুল-হাতা টপ এবং চেরা নীল ড্র্যাপ করা স্কার্ট পরে দেখা মেলে মাসাবার। ভিভিয়ান গাঢ় ধূসর স্যুট পরে হাজির হয়েছিলেন।
আরও পড়ুন: ‘আমার কাছে সংখ্যাটাও গুরুত্বপূর্ণ',পাঠান-এর সাফল্যের মাঝে অকপট পরিচালক সিদ্ধার্থ
সত্যদীপ একটি সাদা শার্ট এবং প্যান্টের সঙ্গে উপরে একটি বেইজ ব্লেজার পরেছিলেন। পরিবারের সদস্যরা সকলে সাংবাদিকদের মিষ্টি মুখ করান এ দিন।
শুক্রবার সকালে নেটমাধ্যমের পাতায় ছবি পোস্ট করে সত্যদীপের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেন মাসাবা। এ দিন নিজস্ব ব্র্যান্ড ‘হাউস অফ মাসাবা’র লেহেঙ্গায় সেজেছেন মাসাবা। সঙ্গে মায়ের গয়না পরেছেন। লেহেঙ্গাটি কাস্টম তৈরি, Rani Core লেহেঙ্গা। অন্যদিকে, সত্যদীপ 'হাউস অফ মাসাবা'র বরফি পিঙ্ক কুর্তা ও পাজামা পরেছিলেন।
মেয়ের বিয়েতে আবেগপ্রবণ নীনা গুপ্তা। নেটমাধ্যমের পাতায় একমাত্র কন্যার সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, ‘আজকে মেয়ের বিয়ে হল, মনের মধ্যে যেন এক অগাধ শান্তি অনুভব করলাম। বন্ধুদের জানাতে চাই ভালোবাসা উপচে পড়ছে’। মাসাবার বিয়ের পর গোটা পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘মেয়ে, নতুন ছেলে, ছেলের মা, ছেলের বোন, মেয়ের বাবা, আমি এবং আমার স্বামীর সঙ্গে’।
বলিউডে মা-মেয়ের জুটি হিসেবে বরাবরই পরিচিত নীনা আর মাসাবা গুপ্তা। সিঙ্গেল মাদার পরিচয়ে বলিউডের এই অভিনেত্রী তাঁর মেয়েকে বড় করেছেন। একইসঙ্গে কখনও লুকিয়ে রাখার চেষ্টাও করেননি ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্ক বা তিনিই যে মাসাবার বাবা সে কথা। বলা ভালো, নীনা যেইসময় এই পথে হেঁটেছিলেন তখন এসব ব্যাপার এতটাও সহজ ছিল না সমাজের কাছে। মেয়ের বিয়েতে যোগ দিয়েছেন স্যার রিচার্ডও।
২০১৫ সালে পরিচালক মধু মানতেনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাসাবা। কিন্তু সেই বিয়ে টেকেনি। চার বছরের মাথায় ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ডিভোর্সের ৪ বছর পর প্রেমিক সত্যদীপকে বিয়ে করলেন মাসাবা। একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সাল থেকে পরস্পরকে ডেট করছেন সত্যদীপ-মাসাবা। সম্পর্কে ছিলেন গত বছরই আনুষ্ঠানিক ঘোষণা সেরেছেন তাঁরা। অবশেষে চারহাত এক হল তাঁদের।