প্রথম সন্তানের প্রত্যাশায় মাসাবা গুপ্তা। সন্তান আসা মানেই মায়ের শরীরে চলে নানান পরিবর্তন। ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেন কিভাবে গর্ভাবস্থায় তিনি প্রতি সপ্তাহে তিনি বডি অ্যাকনে বা শরীরে ব্রণর সম্মুখিন হচ্ছেন।আর সেই ছবি শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের সম্মুখিন হন।
সম্প্রতি ফায়ে ডি'সুজার সাথে একটি সাক্ষাত্কারে তাঁর ব্রণের দাগের জন্য ট্রোলড হওয়ার বিষয়ে মুখ খোলেন । মাসাবা গুপ্তা একবার কোনও ফিল্টার প্রয়োগ না করেই ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। ঘটনাটি স্মরণ করে মাসাবা, ফায়ে ডি'সুজাকে বলেন, ‘এটি একটি ত্বকের আভা যা আমি লোকেদের দেখাচ্ছি, এবং যদি আমি একটি ফিল্টার লাগাই তবে আমার মুখটি একরকম ঝাপসা দেখাবে। কেউ বলেছেন, 'কিন্তু আপনি একটি মেকআপ ব্র্যান্ডের সঙ্গে কী করছেন?আপনার ত্বককে ওম পুরির মতো লাগছে।' ওম পুরীর অভিনয় প্রতিভা ছাড়া আর কোন কিছুর কথা বলার আছে কী?মানুষের চোখে আমার ব্রণর দাগ চোখে পড়ছে, সেটাই আমার লড়াই, এইজন্যই আমাকে সফল হতে হবে। ১০ বছর পরে, কেউ বলবে যে তারা আমার দাগের বাইরে গিয়ে আমায় দেখতে পাবে।’
আরও পড়ুন: ('কারণ খুঁজে পাইনি…' বক্স অফিসে ভরাডুবি নিয়ে মুখ খুললেন ‘ময়দান’-এর পরিচালক অমিত শর্মা)
মাসাবা এবং সত্যদীপ ২০২৩ সালের জানুয়ারিতে গাঁটছড়া বাঁধেন। বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর মা নীনা গুপ্তা , বাবা ভিভিয়ান রিচার্ডস এবং সৎ বাবা বিবেক মেহরাও।
সন্তানের খবর শেয়ার করে মাসাবা এপ্রিল মাসে ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি লেখেন, ‘অন্য সংবাদে - দুটি ছোট পা আমাদের জীবনে আসছে! অনুগ্রহ করে ভালবাসা, আশীর্বাদ এবং কলার চিপস পাঠান (শুধু নুন দেওয়া) #babyonboard #mom & dad।’ প্রথম ছবিটি ছিল একটি গর্ভবতী মহিলার। পরের ছবিতে মাসাবাকে সত্যদীপের কাঁধে মাথা হেলান দিয়ে দেখা যাচ্ছে।
মাসাবার মা এবং প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা তার ইনস্টাগ্রাম ফিডে মায়ের পোস্টটি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমার সন্তানদের একটি সন্তান হতে চলেছে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে?’
আরও পড়ুন: (‘বন্ধুর বিয়েতে…’ আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন? রটনা প্রসঙ্গে কী বললেন অনন্যা?)
মাসাবা এর আগে প্রযোজক মধু মানতেনাকে বিয়ে করেছিলেন। এই দম্পতি ২০১৫ সালের জুনে বিয়ে করেন এবং ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ ঘোষণা করেন। সত্যদীপ এর আগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত অভিনেতা অদিতি রাও হায়দারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। একজন অভিনেত্রী হিসাবে, তিনি নো ওয়ান কিলড জেসিকা, টাইগারস এবং বোম্বে ভেলভেটের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মাসাবা নেটফ্লিক্স সিরিজ মাসাবা মাসাবাতেও অভিনয় করেছেন, যেটি তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের একটি কাল্পনিক ছবি। নীনা গুপ্তাও এই সিরিজে অভিনয় করেছেন।