‘মাসাবা মাসাবা’ নামক বায়োগ্রাফিক্যাল ড্রামার মাধ্যমে অভিনয় জগতে ডেবিউ সারলেন মাসাবা গুপ্ত। নীনা গুপ্তর কন্যা, মাসাবা বহুদিন ডিজাইনার হিসেবে কাজ করছেন। তাঁর নিজস্ব ব্র্যান্ড আছে। বেশ সুপরিচিত তিনি ফ্যাশন জগতে। গত বছরই তিনি তাঁর কসমেটিক প্রোডাক্টের ব্র্যান্ড লঞ্চ করেন। সম্প্রতি তিনি মিন্ট্রার নয়া ইভেন্ট লাভ চাইল্ডে সুখবর ভাগ করলেন। জানালেন কেন তাঁর ব্র্যান্ড তাঁর কাছে জরুরি।
এই অনুষ্ঠানেই তিনি জানান ছোটবেলায় নাকি তিনি নানা ধরনের চর্মরোগে ভুগতেন। একাধিক স্কিন প্রবলেম ছিল তাঁর। তিনি তাঁর এবং মেকআপের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে এমন কথাই জানান। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি মেকআপ করতে পারতাম না। আর মায়ের মেকআপের সরঞ্জাম লক করা থাকত আমার হাতের বাইরে। আমার ভয়ানক ত্বকের সমস্যা ছিল। ভীষণ ব্রণ হতো। আমাকে ইনজেকশন থেক শুরু করে অ্যান্টিবায়োটিক, এমনকি গর্ভনিরোধক ওষুধ পর্যন্ত খেতে হতো পিসিওএসের জন্য। আমার সঙ্গে দূর দূর পর্যন্ত মেকআপের কোনও সম্পর্ক ছিল না। ফলে লাভ চাইল্ড কী আমার কাছে সেটা মানুষজনের কোনও ধারণাই নেই। আমি যখন আমার ব্র্যান্ড লঞ্চ করলাম, তখন আমি চেয়েছিলাম সেটা যেন সবাই ব্যবহার করতে পারেন। আমি সেগুলোকে কনসিল করতে চাইনি। কেবল তাঁদের শক্তিকে হাইলাইট করতে চেয়েছি। আমি চাই না কেউ তাঁদের খামতিগুলোকে মেকআপ দিয়ে আড়াল করুক। এটা কেবল সৌন্দর্য আরও একটু বাড়ানোর মাধ্যম হোক সেটা চেয়েছি। আমার এই ব্র্যান্ড সবার জন্য। ভারতীয় অ্যাঙ্গেল রয়েছে এখানে। আর সেই কারণেই আমার ব্র্যান্ড এত বিশেষ।'
তিনি আরও বলেন যে মহিলাদের অল্পতেই ভীষণ চিন্তা করার স্বভাব আছে। তাই তিনি কিশোরী এবং যুবতীদের পরামর্শ দেন যে তাঁরা যেন তাঁদের ত্বক নিয়েই খুশি থাকেন। তাঁর কথায়, 'তোমার ব্যক্তিত্বই তোমায় সুন্দর বানায়। তাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলেই তুমি এমনই গ্লো করবে।'