ফ্যাশন ডিজাইনার এবং অভিনেত্রী মাসাবা গুপ্তা খুব জলদিই তাঁর প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। ফায়ে ডি'সুজার সঙ্গে একটি সাক্ষাত্কারে, তিনি তার গর্ভাবস্থায় যে পরামর্শগুলি পেয়েছিলেন, বিশেষ করে সন্তানের অনাগত গায়ের রং ফর্সা করতে সে সম্পর্কে কথা বলেছেন।
গর্ভাবস্থার মাসাবাকে পরামর্শ
‘গতকালই এটা আমার সঙ্গে ঘটে। প্রি ন্যাটাল ম্যাসাজের জন্য যিনি এসেছিলেন, তিনি আমাকে পরামর্শ দেন, 'তোমাকে অবশ্যই প্রতিদিন একটি রসগোল্লা খেতে হবে'। কারণ এতে আমার বাচ্চার গায়ের রং পরিস্কার হবে। এর ১৫ দিন আগের ম্যাসাজের সময় পরামর্শ পেয়েছিলাম, ফরসা সন্তান পেতে রোজ ১ গ্লাস করে দুধ পান করার। এত সরল মুখে আমাকে কথাটা বলেছিল। কী করতাম? যিনি ম্যাসাজ করছেন, তাঁকে একটা ঘুষি তো মারতে পারি না!’, বলেন মাসাবা।
‘আমি এমন একটি শিশুকে বড় করব, যার মধ্যে এগুলো সহ্য করার ক্ষমতা তৈরি হবে। তাছাড়া আর তো কিছুই করার নেই। কারণ এগুলো কখনোই ঠিক হওয়ার নয়। কত লোক কালো মেয়েদেদের কালি বলে দমিয়ে রাখার চেষ্টা করে। ভাববে না, সমাজের উঁচুস্তরে হয় না। আপনি অবাক হয়ে যাবেন যে কত শিক্ষিত, বিত্তবান, সুশিক্ষিত মানুষও এরকম মনে করেন। আমি আজ পর্যন্ত তার সাক্ষী। এটা ২০২৪ সাল, এবং এখনও পরিবর্তন হয়নি।’
মাসাবা সম্পর্কে
মাসাবা সম্পর্কে বর্ষীয়ান অভিনেতা নীনা গুপ্তা এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের মেয়ে। তিনি গত বছরের জানুয়ারিতে অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেছিলেন এবং তারা এই বছরের এপ্রিলে ঘোষণা করেছিলেন যে তাঁদের কোলে আসছে প্রথম সন্তান।
সোশ্যাল মিডিয়ায় ৩টি ছবি পোস্ট করে নিয়েছিলেন মাসাবা সন্তান আসার খবর শেয়ার করে। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের সংসারে ছোট্ট দুটো পা পর্দাপণ করার অপেক্ষায়। দয়া করে আমাদের ভালবাসা, আশীর্বাদ আর কলার চিপস পাঠাবেন। তবে হ্যাঁ এগুলো নোনতা হতে হবে।’ আর এই খবরে নীনা লেখেন, ‘আমার সন্তানের কোলে সন্তান আসছে। এর থেকে ভালো খবর আর কী হতে পারে।’
মাসাবা এবং সত্যদীপ নেটফ্লিক্স ইন্ডিয়া সিরিজ ‘মাসাবা মাসাবা’তে একসঙ্গে কাজ করেছিলেন, যা তার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের উপর ভিত্তি করে তৈরি। এটি দুটি সিজন চলেছিল তবে এখনও তৃতীয়টির ঘোষণা করা হয়নি।