বাংলা নিউজ > বায়োস্কোপ > মাসাবার গায়ের রং কালো, গর্ভের সন্তান ফর্সা পেতে খেতে বলা হল, রোজ একটা করে…

মাসাবার গায়ের রং কালো, গর্ভের সন্তান ফর্সা পেতে খেতে বলা হল, রোজ একটা করে…

ফর্সা বাচ্চা পেতে কী পরামর্শ পেলেন মাসাবা? (Instagram)

মাসাবা গুপ্তা, যিনি তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন, তাঁকে বলতে শোনা গেল, সর্বদা বর্ণবাদের শিকার হয়েছেন। এবং তিনি নিশ্চিত করবেন যে, তিনি এমন একটি শিশুকে বড় করবেন যে এটি সহ্য করতে পারবে।

ফ্যাশন ডিজাইনার এবং অভিনেত্রী মাসাবা গুপ্তা খুব জলদিই তাঁর প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। ফায়ে ডি'সুজার সঙ্গে একটি সাক্ষাত্কারে, তিনি তার গর্ভাবস্থায় যে পরামর্শগুলি পেয়েছিলেন, বিশেষ করে সন্তানের অনাগত গায়ের রং ফর্সা করতে সে সম্পর্কে কথা বলেছেন। 

গর্ভাবস্থার মাসাবাকে পরামর্শ

‘গতকালই এটা আমার সঙ্গে ঘটে। প্রি ন্যাটাল ম্যাসাজের জন্য যিনি এসেছিলেন, তিনি আমাকে পরামর্শ দেন, 'তোমাকে অবশ্যই প্রতিদিন একটি রসগোল্লা খেতে হবে'। কারণ এতে আমার বাচ্চার গায়ের রং পরিস্কার হবে। এর ১৫ দিন আগের ম্যাসাজের সময় পরামর্শ পেয়েছিলাম, ফরসা সন্তান পেতে রোজ ১ গ্লাস করে দুধ পান করার। এত সরল মুখে আমাকে কথাটা বলেছিল। কী করতাম? যিনি ম্যাসাজ করছেন, তাঁকে একটা ঘুষি তো মারতে পারি না!’, বলেন মাসাবা। 

‘আমি এমন একটি শিশুকে বড় করব, যার মধ্যে এগুলো সহ্য করার ক্ষমতা তৈরি হবে। তাছাড়া আর তো কিছুই করার নেই। কারণ এগুলো কখনোই ঠিক হওয়ার নয়। কত লোক কালো মেয়েদেদের কালি বলে দমিয়ে রাখার চেষ্টা করে। ভাববে না, সমাজের উঁচুস্তরে হয় না। আপনি অবাক হয়ে যাবেন যে কত শিক্ষিত, বিত্তবান, সুশিক্ষিত মানুষও এরকম মনে করেন। আমি আজ পর্যন্ত তার সাক্ষী। এটা ২০২৪ সাল, এবং এখনও পরিবর্তন হয়নি।’

মাসাবা সম্পর্কে

মাসাবা সম্পর্কে বর্ষীয়ান অভিনেতা নীনা গুপ্তা এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের মেয়ে। তিনি গত বছরের জানুয়ারিতে অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেছিলেন এবং তারা এই বছরের এপ্রিলে ঘোষণা করেছিলেন যে তাঁদের কোলে আসছে প্রথম সন্তান। 

সোশ্যাল মিডিয়ায় ৩টি ছবি পোস্ট করে নিয়েছিলেন মাসাবা সন্তান আসার খবর শেয়ার করে। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের সংসারে ছোট্ট দুটো পা পর্দাপণ করার অপেক্ষায়। দয়া করে আমাদের ভালবাসা, আশীর্বাদ আর কলার চিপস পাঠাবেন। তবে হ্যাঁ এগুলো নোনতা হতে হবে।’ আর এই খবরে নীনা লেখেন, ‘আমার সন্তানের কোলে সন্তান আসছে। এর থেকে ভালো খবর আর কী হতে পারে।’

মাসাবা এবং সত্যদীপ নেটফ্লিক্স ইন্ডিয়া সিরিজ ‘মাসাবা মাসাবা’তে একসঙ্গে কাজ করেছিলেন, যা তার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের উপর ভিত্তি করে তৈরি। এটি দুটি সিজন চলেছিল তবে এখনও তৃতীয়টির ঘোষণা করা হয়নি। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কাজলকে জাপটে ধরে চুমু জয়ার,সপ্তমীর সন্ধ্যায় মুখোপাধ্যায়দের পুজোয় হাজির রণবীর দিল্লিতে বাজেয়াপ্ত ২,০০০ কোটি টাকার কোকেন, ভারত-দুবাই-লন্ডনে ছড়িয়ে পাচারের জাল! ২০ ওভারে মাত্র ২ ছয়! ম্যাচ শেষে শেফালি বললেন,‘মাঠ বড় ছিল’! ফোকাসে অজি ম্যাচ... কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল?‌ আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড় দুঃসংবাদ আসতেই থামল গরবার উদযাপন! রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা দুর্গাপুজো মণ্ডপে স্লোগান তোলা ৯ জনের পুলিশ হেফাজত, ধৃতরা কি ডাক্তার?‌ জো রুটের হাত ধরে টেস্ট দেখা মিলল শততম ২৫০+ স্কোরের! ইংরেজদের ঝুলিতে আরও রেকর্ড… দাদা রতন টাটার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও রানি-কাজলদের মুখার্জি বাড়ির পুজোয় হাজির রণবীর কাপুর তাজ হোটেলে জঙ্গিহানা, টানা তিন দিন সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রতন টাটা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.