বাংলা নিউজ > বায়োস্কোপ > Masaba Gupta ties knot: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন, ‘শান্ত সমুদ্রকে বিয়ে করেছি’, লিখলেন নীনা কন্যা মাসাবা

Masaba Gupta ties knot: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন, ‘শান্ত সমুদ্রকে বিয়ে করেছি’, লিখলেন নীনা কন্যা মাসাবা

মাসাবা গুপ্তার বিয়ের ছবি

Masaba Gupta marries Satyadeep Misra: ২০২০ সাল থেকে পরস্পরকে ডেট করছেন সত্যদীপ-মাসাবা। সম্পর্কে থাকার কথা গত বছরই আনুষ্ঠানিক ঘোষণা সেরেছিলেন। শুক্রবার সকাল সকাল বিয়ের ছবি শেয়ার করেছেন নেটমাধ্যমের পাতায়-

দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ফ্য়াশন ডিজাইনার মাসাবা গুপ্তা। পাত্র অভিনেতা সত্যদীপ মিশ্রা। নেটফ্লিক্সের শো ‘মাসাবা মাসাবা’ র সেটে পরিচয় হয় তাঁদের। ২৬ জানুয়ারি বিয়ের পর্ব সারেন জুটি।

বিয়ের খবর জানিয়ে নেটমাধ্যমের পাতায় দুটি ছবি শেয়ার করেছেন মাসাবা। ক্যাপশনে লেখেন, ‘আজ সকালে আমার শান্ত সমুদ্রকে বিয়ে করেছি’। আরও লেখেন, ‘জীবনের অনেকটা প্রেম, শান্তি, স্থিতিশীলতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসি। এবং আমাকে ক্যাপশন বাছাই করার জন্য ধন্যবাদ- এটি দুর্দান্ত হবে’! বিয়ের দিন গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন মাসাবা। সত্যদীপ পরেছিলেন গোলাপি রঙরে শেরওয়ানি। নব দম্পতির বিয়ের ছবি-

আরও পড়ুন: সকালে অঞ্জলি, স্বামীর সঙ্গে হাজির হন রাজভবনে, কেমন কাটল ঋতুপর্ণার সরস্বতী পুজো

আয়ুষ্মান খুরানা, আথিয়া শেট্টি, অনন্যা পান্ডে, কুশা কপিলা, জোয়া আখতার, রিয়া কাপুর, দিয়া মির্জা, পরিণীতি চোপড়ার মতো অনেক বলিউড সেলিব্রিটি বলিউডের নব দম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সাল থেকে পরস্পরকে ডেট করছেন সত্যদীপ-মাসাবা। সম্পর্কে ছিলেন গত বছরই আনুষ্ঠানিক ঘোষণা সেরেছেন তাঁরা। প্রায়শই ইনস্টাগ্রাম পোস্টে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করতেন।

মাসাবাকে শেষবার নেটফ্লিক্স সিরিজ 'মাসাবা মাসাবা ২'-এ দেখা গিয়েছিল। তাঁকে এই বছরের শুরুর দিকে অ্যামাজন প্রাইম ভিডিয়ো সিরিজ ‘মডার্ন লাভ মুম্বাইতে’ও দেখা গিয়েছিল। তিনি টিভি রিয়েলিটি শো ‘এমটিভি সুপার মডেল অফ দ্য ইয়ারে’র অন্যতম বিচারক ছিলেন।

‘বিক্রম বেদা’ ছবিতে শেষবার দেখা গিয়েছে সত্যদীপকে। ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন এবং সইফ আলি খান। তিনি ‘নো ওয়ান কিলড জেসিকা’ ছবিতে অভিয়ের জন্য সবথেকে বেশি খ্যাতি পেয়েছেন অভিনেতা। বোম্বে ভেলভেট, লাভ ব্রেকআপস জিন্দেগি, ফোবিয়া সহ অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি।

বলিউডে মা-মেয়ের জুটি হিসেবে বরাবরই পরিচিত নীনা আর মাসাবা গুপ্তা। সিঙ্গেল মাদার পরিচয়ে বলিউডের এই অভিনেত্রী তাঁর মেয়েকে বড় করেছেন। একইসঙ্গে কখনও লুকিয়ে রাখার চেষ্টাও করেননি ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্ক বা তিনিই যে মাসাবার বাবা সে কথা। বলা ভালো, নীনা যেইসময় এই পথে হেঁটেছিলেন তখন এসব ব্যাপার এতটাও সহজ ছিল না সমাজের কাছে। মেয়ে নতুন জীবনে পা রেখেছে, আবেগে ভাসছেন মা নীনা। 

বায়োস্কোপ খবর

Latest News

মহিলা যাত্রীকে চড় মেরে গ্রেফতার অটো চালক! তবুও কারও কারও সহানুভূতি পাচ্ছেন তিনি বিষ্ণুর জোড়া অবতারে ধরা দেবেন রণবীর! রামায়ণে কোন চরিত্রে দেখা মিলবে অমিতাভের? Live: ' CMদেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছেন, এরও একটা লিমিট আছে', মুখ্যসচিব ‘ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু…’ মনের কথা জানিয়ে দিলেন বাংলাদেশের ইউনুস পাহাড়-ঝর্না আবার জঙ্গলের স্বাদ অল্প মূল্যে একসঙ্গে চান? ঘুরে আসুন রাঁচি গম্ভীরের পরিবর্তে KKR-এ মেন্টর হবেন পন্টিং? কী ইঙ্গিত দিলেন প্রাক্তন অজি অধিনায়ক শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত ডেনমার্কের মাটিতে বলিউডি গানে তুমুল নাচ ভারতীয়র, কী বলছেন বিদেশিরা? 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী?সত্যি? উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিলেন জহর সরকার, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি কমল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.