বাংলা নিউজ > বায়োস্কোপ > Neena Gupta on Masaba: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মেয়ে মাসাবা, ‘শান্তি অনুভব করছি’, বললেন আবেগপ্রবণ নীনা

Neena Gupta on Masaba: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মেয়ে মাসাবা, ‘শান্তি অনুভব করছি’, বললেন আবেগপ্রবণ নীনা

মেয়ের মাসাবার বিয়ের পর নেটমাধ্যমের পাতায় আবেগপ্রবণ পোস্ট নীনার

Masaba Gupta wedding: ২৬ জানুয়ারি সই সাবুদ করে দ্বিতীয়বার বিয়ে সারলেন মাসাবা গুপ্তা। পাত্র দীর্ঘ দিনের প্রেমিক সত্যদীপ। মেয়ের বিয়ের পর নেটমাধ্যমের পাতায় আবেগপ্রবণ পোস্ট নীনার। কী লিখেছেন বলিউড অভিনেত্রী-

দ্বিতীয়বার বিয়ে করলেন নীনা গুপ্তার মেয়ে তথা ফ্য়াশন ডিজাইনার মাসাবা গুপ্তা। দীর্ঘ দিনের প্রেমিক সত্যদীপ মিশ্রার সঙ্গে সই-সাবুদ করে বিয়ে সারলেন। শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধবাদন্ধবদের নিয়েই চুপিসারে বিয়ে সারেন নীনা কন্যা।

এ দিন নিজস্ব ব্র্যান্ড ‘হাউস অফ মাসাবা’র লেহেঙ্গায় সেজেছেন মাসাবা। সঙ্গে মায়ের গয়না পরেছেন। লেহেঙ্গাটি কাস্টম তৈরি, Rani Core লেহেঙ্গা। অন্যদিকে, সত্যদীপ 'হাউস অফ মাসাবা'র বরফি পিঙ্ক কুর্তা ও পাজামা পরেছেন। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন খোদ মাসাবা।

মেয়ের বিয়েতে আবেগপ্রবণ নীনা গুপ্তা। নেটমাধ্যমের পাতায় একমাত্র কন্যার সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, ‘আজকে মেয়ের বিয়ে হল, মনের মধ্যে যেন এক অগাধ শান্তি অনুভব করলাম। বন্ধুদের জানাতে চাই ভালোবাসা উপচে পড়ছে’। মাসাবার বিয়ের পর গোটা পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘মেয়ে, নতুন ছেলে, ছেলের মা, ছেলের বোন, মেয়ের বাবা, আমি এবং আমার স্বামীর সঙ্গে’।

আরও পড়ুন: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন, ‘শান্ত সমুদ্রকে বিয়ে করেছি’, লিখলেন নীনা কন্যা মাসাবা

মেয়ের বিয়েতে বেইজ রঙের উপর কচি কলাপাতা সবুজ প্রিন্টেড শাড়িতে সেজেছিলেন নীনা। ভিকি কৌশল, ভূমি পেডনেকর, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া, বিপাশা বসু, আয়ুষ্মান খুরানা, প্রিয়াঙ্কা চোপড়া, রসিকা দুগ্গাল, আথিয়া শেট্টি, সোহা আলি খান, পরিণীতি চোপড়ার মতো তারকারা পোস্টে মাসাবা এবং সত্যদীপকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

বলিউডে মা-মেয়ের জুটি হিসেবে বরাবরই পরিচিত নীনা আর মাসাবা গুপ্তা। সিঙ্গেল মাদার পরিচয়ে বলিউডের এই অভিনেত্রী তাঁর মেয়েকে বড় করেছেন। একইসঙ্গে কখনও লুকিয়ে রাখার চেষ্টাও করেননি ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্ক বা তিনিই যে মাসাবার বাবা সে কথা। বলা ভালো, নীনা যেইসময় এই পথে হেঁটেছিলেন তখন এসব ব্যাপার এতটাও সহজ ছিল না সমাজের কাছে। মেয়ে নতুন জীবনে পা রেখেছে, আবেগে ভাসছেন মা নীনা।

২০১৫ সালে পরিচালক মধু মানতেনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাসাবা। কিন্তু সেই বিয়ে টেকেনি। চার বছরের মাথায় ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ডিভোর্সের ৪ বছর পর প্রেমিক সত্যদীপকে বিয়ে করলেন মাসাবা। একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সাল থেকে পরস্পরকে ডেট করছেন সত্যদীপ-মাসাবা। সম্পর্কে ছিলেন গত বছরই আনুষ্ঠানিক ঘোষণা সেরেছেন তাঁরা। অবশেষে চারহাত এক হল তাঁদের।

বায়োস্কোপ খবর

Latest News

জেমির সতীর্থকে দলে নিয়ে ISL-এ চমক মহামেডানের, উচ্ছ্বসিত সমর্থকরা ISSF বিশ্বকাপ ফাইনালের জন্য দল ঘোষণা ভারতের, বিশ্রাম দেওয়া হল মনু ভাকেরকে লালবাউগচা মন্দিরে খালি পায়ে গণপতিকে প্রণাম ভিকির! আসন্ন ছবির জন্য প্রার্থনা? কেবল অন্তর্বাস পরে পচা ভাদ্রেও উষ্ণতার পারদ চড়ালেন ইশান! কী বলছে নেটপাড়া? 'ইটস টাইম ফর কলকাতা, গেট ওয়েল সুন কলকাতা…’ RG-করের প্রতিবাদে গান লিখলেন শ্রুতি টিফিনে বিরিয়ানি, তুমুল ঝগড়া, স্কুল বদলাতে হবে ছাত্রকে, মকুব করা হল বকেয়া ফি দলীপে ব্যাজবল রুতুরাজ-ইশানদের, পরপর দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি বাবা ইন্দ্রজিৎ-এর বাংলাদেশে বিএনপি নেতার হাত থেকে 'দখলমুক্ত' সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি নারী নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ শিলিগুড়ি পুলিশের, দুর্গাপুজোয় আধুনিক অ্যাপ মহিলা যাত্রীকে চড় মেরে গ্রেফতার অটো চালক! তবুও কারও কারও সহানুভূতি পাচ্ছেন তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.