মাস্টারশেফ ইন্ডিয়ায় প্রতিযোগীরা পেলেন নতুন চ্যালেঞ্জ। তাঁদের লক্ষ্য এবার ইমিউনিটি পিন। কিন্তু সেটা পাওয়ার জন্য তাঁদের তৈরি করতে হবে একটি বিশেষ ধরনের পদ। কী সেটা? এখানেই লুকিয়ে আছে টুইস্ট।
সোনি টিভির তরফে সোমবার, ১৬ জানুয়ারি একটি প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয় ইনস্টাগ্রামে। সেখানে বিচারক রণবীর ব্রারকে একটি বিশেষ জিনিস নিয়ে কথা বলতে দেখা যায়। কী নিয়ে কথা বলেন তিনি? এই শোয়ের ব্রহ্মাস্ত্র, ইমিউনিটি পিন। এই পিনের কাজ কী? এটি যিনি বা যাঁরা জিতবেন তাঁদেরকে আগামী যে কোনও চ্যালেঞ্জ থেকে বাঁচাবে। অর্থাৎ তিনি বা তাঁরা সোজাসুজি সেমি ফাইনালে চলে যেতে পারবেন। কিন্তু এই ইমিউনিটি পিন পাওয়া মোটেই মুখের কথা নয়।
এই ইমিউনিটি পিন পাওয়ার জন্য প্রতিযোগীদের মুখোমুখি হতে হবে একটি চ্যালেঞ্জের। প্রোমো ভিডিয়োতে দেখা যায় যে প্রতিযোগী যে রাজ্যের তাঁকে সেখানকার একই খাবারের সঙ্গে উল্লিখিত একটি দেশের খাবার মিলিয়ে নতুন কিছু বানাতে হবে। বা সেই দেশের একটি খাবারকে নিজের রাজ্যের ছোঁয়া দিতে হবে! এখানে উত্তর প্রদেশের সঙ্গে মালেশিয়া, ফ্রান্সের সঙ্গে পশ্চিমবঙ্গ, আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে মহারাষ্ট্র, ইত্যাদিকে মেলাতে হবে খাবারের মাধ্যমে। এবার এই প্রতিযোগিতায় যাঁর খাবার যত ভালো হবে সেই পেয়ে যাবে এই ইমিউনিটি পিন।
প্রোমো ভিডিয়োতে দেখা যায় এক প্রতিযোগী অ্যাপেল পাইকে পুরানপুরীর স্বাদ দিতে চাইছেন। কিন্তু শেষ পর্যন্ত কে বা কারা এই পিন জিতবেন? সেটা দেখা যাবে আজ রাতের পর্বে।
চ্যানেলের তরফে এই প্রোমো ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, 'ইমিউনিটি পিন পাওয়ার জন্য হোমকুকদের দেওয়া হল এক অভিনব চ্যালেঞ্জ। এবার মাস্টারশেফের এই ব্রহ্মাস্ত্র কে জিতবেন?'
এই রিয়েলিটি শো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত ৯টা সম্প্রচারিত হয় সোনি টিভিতে। এখানে এবার বিচারক হিসেবে রয়েছে রণবীর ব্রার, গরিমা আরোরা এবং বিকাশ খান্না।