আসছে ইন্ডিয়ান আইডল। এবারের এই সিজন অর্থাৎ ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে ফের বিচারক হিসেবে থাকবেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি। আর কদিন পর থেকেই শুরু হবে এই জনপ্রিয় রিয়েলিটি শো। ধীরে ধীরে চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রোমো প্রকাশ্যে আনা হচ্ছে। আর তেমনই একটি ভিডিয়ো এদিন ভাইরাল হয়ে গেল।
কী দেখা যাচ্ছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর প্রোমো ভিডিয়োতে?
এদিন ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কলকাতার মেয়ে ময়ূরী সাহা অডিশন দিতে এসেছেন। তিনি ভোর ভায়ী গানটি গান। কিন্তু সেখানে সরগমের এত সুন্দর কাজ দেখান যা শুনে রীতিমত চমকে ওঠেন বিচারকরা। মুগ্ধ হয়ে যান। শ্রেয়া ঘোষাল তাঁর প্রশংসা করে বলেন, 'ওকে কলকাতা থেকে ডেকে পাঠিয়েছি আমি। তুমি ভারতের ক্লাসিক্যাল সঙ্গীতকে মানচিত্রে তুলে ধরবে, বিশ্ব মানচিত্রে তুলে ধরবে।'
আরও পড়ুন: 'নিজের জন্য সবসময় কিছু করো...' মুম্বইয়ে সহবাস করছেন যিশু, জারা - সারাকে কী বুদ্ধি দিলেন নীলাঞ্জনা?
এই ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই সেই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আমি মনে হয় ও কৌশিকী চক্রবর্তীর থেকে অনুপ্রাণিত।' কেউ আবার লেখেন, 'আমি বাজী ধরে বলতে পারি ও যতই ভালো গান গাক না কেন এই সিজন ও জিতবে না, ইন্ডিয়ান আইডল কখনই ক্লাসিক্যাল সঙ্গীতের কদর করতে পারেনি।' এক নেটিজেন লেখেন, 'বাঙালিরা সবসময়ই ম্যাজিশিয়ান হয়। স্টেজে পুরো আগুন ধরিয়ে দিল।'
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাবে।
আরও পড়ুন: বিদায়বেলায় দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা সৌরভের, অস্থির সময়ে 'মা'য়ের থেকে কী চাইলেন দাদা?
আরও পড়ুন: সলমনের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় মুনাওয়ার ফারুকি! হুমকি পেলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান