বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss 16 update: স্ট্যান-অর্চনার ফাটাফাটি যুদ্ধ! সাজিদের উস্কানিতে এটা কী করতে যাচ্ছিলেন স্ট্যান

Bigg Boss 16 update: স্ট্যান-অর্চনার ফাটাফাটি যুদ্ধ! সাজিদের উস্কানিতে এটা কী করতে যাচ্ছিলেন স্ট্যান

স্ট্যান-অর্চনার ফাটাফাটি যুদ্ধ!

Bigg Boss 16 update: বিগ বসের সাম্প্রতিকতম পর্বে অর্চনা গৌতম এবং এমসি স্ট্যানকে তুমুল ঝগড়া করতে দেখা যায়। এরপরই এমসি স্ট্যান স্বইচ্ছায় বিগ বস হাউজ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বিগ বস হাউজ ছেড়ে সইচ্ছায় বেরিয়ে যেতে চান এমসি স্ট্যান। কারণ? অর্চনা এবং তাঁর ঝগড়া। সম্প্রতি বিগ বস হাউজের এই দুই প্রতিযোগীর মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। আর সেটার কারণেই এই প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যেতে চান এই গায়ক। তবে গোটা বিষয়টায় মধ্যস্থতা করেন সাজিদ খান। তিনিই এমসি স্ট্যানকে বিগ বস হাউজ না ছাড়ার সুপরামর্শ দেন। উল্টে অর্চনাকে কষিয়ে থাপ্পড় মারার কথা বলেন। সাজিদের কথা শুনে সত্যি রেগে গিয়ে স্ট্যান অর্চনাকে মারতে যান। কিন্তু এই ঘটনা ঘটে থেকে আটকান শিব। নিমরিত সাজিদের উপর ভীষণই ক্ষুব্ধ হন এভাবে স্ট্যানকে উস্কানি দেওয়া জন্য। ফলে সবটা মিলিয়েই এখন বিগ বস হাউজে বেশ একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে আছে।

সম্প্রতি এই পর্বের একটি প্রোমো ভিডিয়ো কালার্স টিভির তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আর সেখানে এই শোয়ের দর্শকদের নানা রকমের প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে। এই প্রোমো ভিডিয়ো পোস্ট করে চ্যানেলের তরফে ক্যাপশনে লেখা হয়, 'স্ট্যান স্বইচ্ছায় ঘর থেকে বেরিয়ে যেতে চান।'

এই প্রোমো ভিডিয়োটি শুরুই হচ্ছে এমসি স্ট্যানকে দিয়ে। দেখা যায় স্ট্যান ভীষণ রেগে গিয়ে একটি চেয়ারে লাথি মারছেন। তার আগেই তিনি অর্চনার সঙ্গে ঝগড়া করে এসেছেন। এরপর তিনি বেডরুম এরিয়াতে গিয়ে বলেন, 'চলো স্বইচ্ছায় বেরিয়ে যাব এই ঘর থেকে।' তখন সাজিদকে তাঁকে পরামর্শ দিতে দেখা যায়। তিনি গায়ককে বলেন, ' স্বইচ্ছায় কেন ঘর থেকে বেরোবে? যাও ওকে গিয়ে একটা চড় মেরে এসো।' এটা শোনার পর স্ট্যান ক্ষেপে যান, এবং চিৎকার করে বলেন, ' দাঁড়াও ওকে দিচ্ছি একটা।' তখন শিব ওকে আটকান এবং বলেন, ' আরে পাগল হলে নাকি?'

এই ভিডিয়োতে নিমরিতকে ভীষণই ক্ষুব্ধ দেখায়। তিনি গোটা বিষয়টার কারণে সাজিদ খানের উপর রেগে যান, এবং তাঁকে বলেন, ' এটা আপনি কি করে দিলেন স্যার?'

এই ভিডিয়োতে এক ব্যক্তি মন্তব্য করে লেখেন, ' এমসি স্ট্যান যা করছিল একদম ঠিক ছিল।' আরেক ব্যক্তি লেখেন, ' টিআরপির জন্য ভিডিয়োর শেষটা এমন দেখানো হল যেন সত্যি স্ট্যান ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আদতে তেমন কিছুই হবে না। স্ট্যান যাবে না এই বাড়ি ছেড়ে।' এই শোয়ের আরেক দর্শক লেখেন, 'এই সাজিদকে সবার আগে বিগ বস হাউজ থেকে বের করো তো।'

বিগ বস ১৬ প্রতি সোমবার থেকে শুক্রবার রাত ১০টায় দেখা যায়। আর শনি রবিবার ৯.৩০টা থেকে। সলমন খান এই শোয়ের সঞ্চালনা করেন।

বায়োস্কোপ খবর

Latest News

প্রথমবার পুরো সিরিজ ওপেনার হয়ে খেলবেন সঞ্জু, এটাই কি শেষ সুযোগ জায়গা পাকা করার? NCC ক্যাডেট ছিলেন জয়া! কেবিসির মঞ্চে অজানা কথা ফাঁস অমিতাভের WhatsApp New Feature: ফেসবুকের মতো, হোয়াটসঅ্যাপেও যে কাউকে ট্যাগ করুন KFC-তে মারামারি করল গ্রাহক, পিছিয়ে রইলেন না কর্মীরাও! ভিডিয়ো দেখে হতচকিত নেটপাড়া পুজোর ভুরিভোজ জমিয়ে তুলবে কাতলা মাছের ভিন্দালু ! সহজে রাঁধবেন কীভাবে ? ভাজ্জির পর এবার মহম্মদ কাইফ, ধোনি সম্পর্কিত গুরুতর অভিযোগ দাগলেন IPL-এর বিরুদ্ধে 'লোকে ভাবে স্নান করি না, আসলে...' হঠাৎ এমন অদ্ভূত কথা কেন বললেন অনন্যা? প্রসবের সময়েও এভাবে দুই পা ফাঁক করানো সম্ভব নয়... বলছেন মেডিক্যাল অফিসারই ডায়াবিটিস হয়েছে ভিকি ঘরণীর? ক্যাটরিনার হাতের কালো প্যাচ দেখে চিন্তিত ভক্তরা পৃথিবীর গা ঘেঁষে ঘুরছে আরও 'ছোট পৃথিবী'! কীভাবে হদিশ মিলল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.